ব্রাজিল জাতীয় দলে এবং আগামী বিশ্বকাপে নেইমার জুনিয়রকে গুরুত্বপূর্ণ মনে করেন কার্লো আনচেলত্তি। তবে সেই গুরুত্ব নেইমারকে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। ডন কার্লোর মতে, নেইমারের হাতে সময় আছে। তার ঠিক মতো প্রস্তুত হওয়া উচিত। 

লম্বা ইনজুরি কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেছেন নিয়মিত খেলে ফর্মে ফেরার জন্য। কিন্তু সেখানেও ইনজুরি তার পিছু ছাড়ছে না। যে কারণে ফিটনেসে ঘাটতি আছে তার। নেই আগের মতো সেই ফর্মেও। 

ব্রাজিলের কোচ হিসেবে গত মাসে দুই ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন আনচেলত্তি। ওই দুই ম্যাচের দলে ছিলেন না নেইমার। যদিও দরজা সেলেসাও তারকার জন্য তিনি খুলেই রেখেছেন। তবে বলটা ঠেলে দিয়েছেন নেইমারের কোর্টে। 

ডন কার্লো বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলার, বিশ্বকাপের জন্যও। সেজন্য তার ভালো মতো প্রস্তুত হওয়া উচিত, তার হাতে ঠিকঠাক প্রস্তুত হওয়ার সময়ও আছে। তার সঙ্গে আলাপে এটাই বলেছি যে- তোমার ঠিক মতো প্রস্তুত হওয়া উচিত। কারণ  জাতীয় দলে তাকে খুব গুরুত্বপূর্ণ একজন হিসেবে খেলানোর জন্য আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে।’

নেইমার পূর্ণ ফিটনেসে ফিরে নিয়মিত ম্যাচ খেলতে পারলে এবং ফর্ম দেখাতে পারেন সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ব্রাজিল দলে দেখা যেতে পারে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে সেলেসাওরা। যা হতে পারে প্রায় দুই বছর পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রথম ম্যাচ।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল র জন য

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ