শেষ পর্যন্ত যাঁরাই চ্যাম্পিয়ন হোন, এবারের উইম্বলডনকে টেনিসপ্রেমীরা ‘অঘটনের উইম্বলডন’ হিসেবে মনে রাখবেন।
বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। ছেলেদের শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়ের মধ্যে পাঁচজনই হেরে বিদায় নিয়েছেন। মেয়েদের এককে অঘটন ঘটেছে আরও বেশি। কোকো গফ, জেসিকা পেগুলা, জেসমিন পাওলিনি ও ঝেং কিনওয়েন এরই মধ্যে বিদায় নিয়েছেন। ব্যর্থতার সে তালিকায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিস।
আরও পড়ুনউইম্বলডনে কেন ‘ভূমিকম্প’১ ঘণ্টা আগেউইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১০৪তম জার্মানির লরা সিগামুন্ডের কাছে ৬–৩, ৬–৩ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই ও র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা কিস। মেয়েদের এককে বাছাইয়ে শীর্ষ ছয় খেলোয়াড়ের মধ্যে এখন শুধু র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কাই টিকে রইলেন। ছেলেদের এককে টিকে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থাকা ইয়ানিক সিনার।
জয়ের পর লরা সিগামুন্ডের উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি
নোভাক জোকোভিচ জানতেন কি না, তা বলা যাচ্ছে না। তবে সঞ্চালক জানাতেই মজা করে বললেন, ‘তার মানে আমি অনেক দিন ধরে খেলছি!’
উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে আজ ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে এটি সার্বিয়ান কিংবদন্তির ৯৯তম জয়, ম্যাচ শেষে তাঁকে সেটিই জানানো হয়েছিল।
আরও পড়ুনউইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে০১ জুলাই ২০২৫ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ ১০০তম জয়টা পেতে পারেন শনিবারই। মাইলফলক ছোঁয়ার সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ তাঁরই স্বদেশি মিওমির কেচমানোভিচ।
উইম্বলডনে আজ নিজের ৯৯তম ম্যাচ জিতেছেন জোকোভিচ