আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসের মাঠে ‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর মনজুর এইচ খান, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মেজর (অব.

) ফয়েজ-উল-বারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন কলেজের ৩২টি দল অংশগ্রহণ করছে।

ক্রিকেটের প্রতিভা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া-সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ