বন্দরে আ’লীগ নেতার অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ
Published: 5th, July 2025 GMT
বন্দরে অবৈধ চায়না ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ধামগড় ইউনিয়নবাসী। শনিবার (৫ জুলাই) দুপুরে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট সরকারের দোসর বন্দর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ অসহায় নিরিহ কৃষকদের জিম্মি করে কৃষি জমি জোর পূর্বক হাতিয়ে নিয়ে এই অবৈধ ব্যাটারি কারখানা নির্মাণ করেন। অবৈধ ব্যাটারি কারখানার কেমিক্যালের দূষিত ধোঁয়া কারনে অসুস্থ হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন।
৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামীলীগ দোসর মাসুম বিএনপির কিছু কথিত নেতাদের ম্যানেজ করে তার এই অবৈধ ব্যাটারি কারখানা চালিয়ে আসছে। এলাকাবাসী দাবি ব্যাটারি কারখানাটি বন্ধসহ আওয়ামীলীগ দোসর মাসুমের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ অব ধ ব য ট র
এছাড়াও পড়ুন:
যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।