বন্দরে শহীদ স্বজনের মৃত্যু বার্ষিকী পালিত
Published: 6th, July 2025 GMT
বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবুল হাসান স্বজনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন মহানগর ও বন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
রোববার (৬ জুলাই) সকালে বন্দর থানার নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত ও দোয়াকালে ওই সময় উপস্থিত ছিলেন শহীদ স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক, নারায়নগন্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হৃদয় ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্দর উপজেলা আহবায়ক তানবীর জিসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়নগন্জ শাখার সংগঠক ফারহান আল ফায়াদ পরশ, তানজিল ভূইয়া শিথিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দরউপজেলা শাখার মূখ্য সংগঠক মোঃ স্বাধীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মুশফিকুর রহমান সামি ও মোঃ ফাহিম প্রমূখ।
জিয়ারতকালে শহীদ স্বজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে কোরআনখানী খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স বজন র
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল