জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলেন, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদের ৬ বছর বয়সের ছেলে আবির হোসেন এবং একই গ্রামের হাবিবের ৭ বছরের মেয়ে হুমাইরা আক্তার। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করে দুই শিশুর পরিবার। বিকেলে শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার খেলতে বের হয়। বাড়ির পাশে তারা খেলাধুলা করছিল। খেলাধুলার ফাঁকে কখন যে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে গেছে তাও কেউ টের পাননি। সন্ধ্যার সময় শিশু দুইজন বাড়িতে না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে শিশু দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আব্দুল করিম বলেন, এক সাথে একই এলাকার দুই শিশুর মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের বলেন, এখন পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ