কানাডার বেগমপাড়ায় কোটি কোটি টাকা দামের বাড়িতে থাকা ৫ পরিবারের গল্প ইউটিউবে
Published: 7th, July 2025 GMT
বেশির ভাগের বাড়ির দাম প্রায় ৫০ কোটি, চড়েন দামি গাড়িতে। যাঁরা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন। কানাডার বেগমপাড়ার এমন পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বেগমপাড়া’। টেলিফিল্মটি রোববার বেলা তিনটায় আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামায় মুক্তি পেয়েছে। প্রায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের টেলিফিল্মটি মুক্তির পর দুই ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় চার হাজার।
এই ওয়েব ফিল্ম বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি জানান, কানাডায় তিনি দীর্ঘ সময় ধরে থাকেন। এই সময়ে দেশের একশ্রেণির মানুষের জীবন তাঁকে খুবই কৌতূহলী করে তোলে। তাঁরা কানাডার বেগমপাড়ায় থাকেন। যাঁরা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন।
এর আগে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা কামাল হোসেন প্রথম আলোকে বলেছিলে, ‘এই বেগমপাড়ায় যাঁরা থাকেন, তাঁদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাঁদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। এতটাই ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যাঁরা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাঁদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।’
‘বেগমপাড়ার অভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব গমপ ড়
এছাড়াও পড়ুন:
একঝলক (৭ জুলাই ২০২৫)
ছবি: সাদ্দাম হোসেন