জালিয়াতির অভিযোগ, মহেশ বাবুকে আইনি নোটিশ
Published: 7th, July 2025 GMT
তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বিরুদ্ধে ৩৪ লাখ ৮০ হাজার রুপির রিয়েল এস্টেট জালিয়াতি মামলায় আইনি নোটিশ পাঠিয়েছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলা ভোক্তা কমিশন। ‘সাই সূর্য ডেভেলপার্স’ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে তৃতীয় বিবাদী করা হয়েছে।
এপ্রিলে কনস্ট্রাকশন ফার্ম ‘সাই সুরিয়া ডেভেলপারস’ গ্রুপ মানি লন্ডারিং মামলায় জড়িয়ে পড়ে। সেই সময় এর সঙ্গে নাম জড়িয়েছিল মহেশ বাবুর। দুই মাস পর আইনি জটিলতায় পড়লেন তিনি।
‘ডেকান ক্রনিকল’-এর রিপোর্ট বলছে, ওই সংস্থার বিরুদ্ধে হায়দরাবাদের এক চিকিৎসক অভিযোগ করেছেন। ৩৪ লাখ ৮০ হাজার রুপির বিনিময়ে ওই গ্রুপ তার কাছে যে জমি বিক্রি করেছে বাস্তবে সেই জমির অস্তিত্বই নেই।
চিকিৎসকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি যে প্লটগুলো কিনেছিলেন, বাস্তবে সেগুলোর অস্তিত্বই নেই। আর অভিনেতা মহেশ বাবুর জনসমক্ষে কোম্পানির পক্ষে প্রচার চালানো অনেক ক্রেতাকে প্রভাবিত করেছে। ফলে তার মত অনেকেই ক্ষতির মধ্যে পড়েছে।
সংবাদসংস্থা পিটিআই বলছে, ‘সাই সূর্য ডেভেলপারস’-এর মালিক কঞ্চরলা সতীশ চন্দ্র গুপ্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘গ্রিন মিডোজ’ নামের এক প্রজেক্ট বানাবেন বলে মার্কেট থেকে টাকা তুলেছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি।
প্রসঙ্গত, মহেশ বাবুকে বড় পর্দায় শেষ দেখা যায় ২০২৩ সালের সুপারহিট ‘গুন্টুর কারম’ ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালাম অভিনেতা-পরিচালক পৃথ্বীরাজ সুকুমারানকে। নাম ঠিক না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ, যিনি ‘বাহুবলী’, ‘আরআরআর’সহ বহু হিট ছবির চিত্রনাট্যকার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লা বিসিকে যুবলীগ ক্যাডার পাভেল প্রকাশ্যে
ফতুল্লার বিসিক ভাঙ্গা ক্লাব এলাকার আজমেরী ওসমানের সহযোগী ও যুবলীগ ক্যাডার পাভেল প্রকাশ্যে ঘুরাঘুরিসহ আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
বিগত সময়ে আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে বিসিকের বিভিন্ন গার্মেন্টসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ করত।
গত বছর বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের বিপক্ষে আজমেরী ওসমানের সাথে হোন্ডা মহড়া দিতেন পাভেল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন চলে যায় পাভেল। সম্প্রতি পাভেল ফের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয়রা জানান, পাভেলের চাচা সিরাজ এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি। সেই দাপটেই পাভেল ফের প্রকাশ্যে দেখা গিয়েছে।
ছাত্র জনতার উপর সরাসরি হামলাকারী পাভেল এবার কতিপয় বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বিসিকে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিসিক এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পাভেলকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।