পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
Published: 7th, July 2025 GMT
পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান (৭০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) সকালে অমরখানা ইউনিয়নের বোয়ালিমারী এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকায়। তিনি মরগেন চা কারখানার শ্রমিক ছিলেন।
আরো পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ
ভ্যানে ধাক্কা দিয়ে পথচারীকে চাপা, নিহত ২
আহতরা হলেন—পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার পাড়ার অমূল্য রায় (৫২) ও সদর উপজেলার মাগুরা ইউনিয়নের প্রধান পাড়ার আব্দুল্লাহ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলে করে মরগেন চা কারখানায় যাচ্ছিলেন মতিয়ার রহমান। তিনি কারখানার সামনে আসলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান মতিয়ার রহমান। মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসক মৌসুমী মন্ডল।
মোটরসাইকেলের চালক ও অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সাইকেল জব্দ করেছে সদর থানা পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানিয়েছেন, সুরতহাল করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা/নাঈম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত র রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫