আইপিএল তারকা যশ দয়ালের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা
Published: 8th, July 2025 GMT
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে গত মাসে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। গতকাল সোমবার এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ।
গত ২১ জুন ওই নারী উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করেন। অভিযোগে বলেছিলেন, তিনি প্রতারণা ও নিপীড়নের শিকার হয়েছেন এবং এর বিচার চান। পুলিশের কাছে অভিযোগে সেই নারী দাবি করেছিলেন, তিনি পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন।
দয়ালের বিরুদ্ধে অভিযোগ এনে সেই নারী বলেছিন, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম।’
এখনো ভারতের হয়ে মাঠে নামা হয়নি দয়ালের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত