খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আওয়াল (২২) নামের এক তরুণ মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আওয়াল ফুলতলা উপজেলার বাসিন্দা ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক বলেন, ভোর পাঁচটার দিকে আওয়ালকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দেহের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করছিল না। ভর্তির দু-এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। তাঁর মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে। এর আগে গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে মারা যায় পাঁচ বছর বয়সী এক শিশু। তাকেও একেবারে শেষ সময়ে হাসপাতালে আনা হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন, তাঁদের সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর এখন পর্যন্ত ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ছয়জন। বিভাগের ১০টি জেলায় গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে খুলনায় ৪ জন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আটক ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক আট বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ এ তথ্য জানান।

হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া, বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া, শিহাব উদ্দিন, রুবেল মিয়া, জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া এবং কালু মিয়ার ছেলে ইকবাল।

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৫

ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তারা। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। দুপুর ৩টার দিকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, ‍“আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ