খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরুণের মৃত্যু
Published: 8th, July 2025 GMT
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আওয়াল (২২) নামের এক তরুণ মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আওয়াল ফুলতলা উপজেলার বাসিন্দা ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক বলেন, ভোর পাঁচটার দিকে আওয়ালকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দেহের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করছিল না। ভর্তির দু-এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। তাঁর মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে। এর আগে গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে মারা যায় পাঁচ বছর বয়সী এক শিশু। তাকেও একেবারে শেষ সময়ে হাসপাতালে আনা হয়েছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন, তাঁদের সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর এখন পর্যন্ত ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ছয়জন। বিভাগের ১০টি জেলায় গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে খুলনায় ৪ জন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাদ্য ও পানীয় ব্যবসায় বিশ্বের সেরা ১০ ধনী
রয়টার্স