ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিহারের পূর্ণিয়া জেলায় গত রোববার রাতে ডাইনি সন্দেহে তিন নারীসহ এক পরিবারের পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। পূর্ণিয়া জেলা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রমোদকুমার মন্ডল খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাইনি বলে যাঁদের পুড়িয়ে মারা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আদিবাসী এবং ওরাওঁ জনগোষ্ঠীর মানুষ। ওরাওঁরা মূলত পূর্ব ভারতের বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে বসবাস করে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তিরা হলেন বাবুলাল ওরাওঁ (৫০), মঞ্জিত ওরাওঁ (২৫), কাতো দেবী (৬৫), সীতা দেবী (৪৮) ও রানী দেবী (২৩)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত আদিবাসী অঞ্চলে ডাইনি প্রথা কয়েক শ বছর ধরে চলে আসছে। সরকারি–বেসরকারি স্তরে এ প্রথার বিরোধিতায় নানা প্রচার চালানো হলেও প্রথাটি যে বন্ধ করা যায়নি, সাম্প্রতিক এ ঘটনা তারই প্রমাণ।

পুলিশ কর্মকর্তা প্রমোদকুমার মন্ডল সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় বাসিন্দা রামদেব মাহাতোর সন্তান অসুস্থ হয়ে পড়লে তিনি চিকিৎসার জন্য বাবুলাল ওরাওঁয়ের কাছে যান। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। তিন দিন আগে শিশুটির মৃত্যু হয়। এর জেরে রামদেব সদলবল বাবুলাল ওরাওঁ ও তাঁর পরিবারের ওপর চড়াও হন। তাঁদের লাঠি দিয়ে পিটিয়ে, জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। মরদেহ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়।

পরিবারের একমাত্র সদস্য বাবুলাল ওঁরাওয়ের ১৬ বছর বয়সী ছেলেসন্তানটি বেঁচে যায়। সে কোনোমতে পালিয়ে তার দাদার বাড়িতে চলে যায়। সে তার দাদাকে ঘটনার বিস্তারিত জানানোর পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাবুলাল ওঁরাওয়ের ছেলে পুলিশকে জানিয়েছে, প্রায় ২০০ লোককে একত্র করে স্থানীয় সালিসি সভা বসানো হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে ওরাওঁয়ের পরিবারকে হত্যা করা হবে। কারণ, ওই পরিবারে ডাইনি রয়েছে। এরপর তাঁদের পিটিয়ে মারা হয় এবং অর্ধমৃত অবস্থায় পেট্রল ঢেলে তাদের জ্বালিয়ে দেওয়া হয়।

পুলিশের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন।

বিহার রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে এ ঘটনা ঘিরে রাজ্যে ব্যাপক আলোচনা চলছে। প্রধান বিরোধীদলীয় নেতা রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব একটি দীর্ঘ তালিকা প্রকাশ করে বলেছেন, কীভাবে গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় জনজাতি ও তফসিলি জাতির মানুষকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশাসনকে প্রধানত দায়ী করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দল এসব মৃত্যু নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বলেও হুমকি দিয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র এ ঘটন

এছাড়াও পড়ুন:

এই সরকারও আমলাতন্ত্রের চাপে!

চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন যে জন-আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেখানে নিশ্চিত করেই জনপ্রশাসন সংস্কারের প্রশ্নটি নাগরিকদের কেন্দ্রীয় একটি চাহিদা। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই পদ ছাড়া পদোন্নতি দিচ্ছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। কেননা, আগের সরকার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠেছিল যে কয়টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, তার অন্যতম আমলাতন্ত্র।

জনপ্রশাসনকে রাজনীতিকরণের বৃত্ত ভেঙে জনবান্ধব করার একটা বড় সুযোগ এনে দিয়েছিল অভ্যুত্থান। কিন্তু শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের ওপর অতিনির্ভরশীল হয়ে ওঠায় সেই সুযোগ অনেকটাই হাতছাড়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিরোধিতার কারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের বড় কোনো সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি সরকার। অন্যদিকে বেতন বাড়াতে গঠন করা হয়েছে বেতন কমিশন। কিছু মুখকে সরিয়ে দেওয়া ছাড়া জনপ্রশাসনে সেই পুরোনো চর্চা অব্যাহত রয়েছে। বিশেষ করে পদ ছাড়া পদায়নের ক্ষেত্রে জনপ্রশাসনে যেভাবে আগের সরকারের চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, সেটা যারপরনাই দুঃখজনক।

প্রথম আলোর খবর জানাচ্ছে, উপসচিব স্তরে যেখানে আগে থেকেই পদের চেয়ে ৬০০ কর্মকর্তা বেশি রয়েছেন, সেখানে আগস্ট মাসে নতুন করে ২৬৮ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদেও পদোন্নতির আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সরকারের আমলে জনপ্রশাসনে হরেদরে পদোন্নতি দেওয়ার অনেক নজির আছে। এর কারণ একটাই, আমলাতন্ত্রকে তুষ্ট রাখা। অন্তর্বর্তী সরকার এই চর্চায় ছেদ ঘটাতে পারবে, সেটাই সবাই প্রত্যাশা করেছিল।

পরিহাসের বিষয় হচ্ছে, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার পর বেশির ভাগ কর্মকর্তাকে আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। এর মানে হচ্ছে তাঁরা আগের দায়িত্বই পালন করেন, কিন্তু মাঝখান থেকে বেতন-ভাতা বাড়ে। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা তিন বছর চাকরি পাওয়ার পর বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণসুবিধা পান। অন্তর্বর্তী সরকারের আমলে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, তার দৃষ্টান্তও খুব বেশি নেই। অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে ও অন্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের মেধাবী ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পরের ধাপে যাবেন, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু পদ না থাকার পরও কেন পদায়ন করা হবে? এ ক্ষেত্রে সরকারকে পর্যালোচনা করে দেখা প্রয়োজন, জনপ্রশাসনের বিভিন্ন স্তরে পদ বাড়ানো যায় কি না। আবার যেখানে এমনিতেই পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেশি, সেখানে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও জনপ্রশাসনবিশেষজ্ঞ সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেছেন, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে মেধাবীদের পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। এরপরও কেন এমন পদোন্নতি—সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, সরকার সম্ভবত আমলাতন্ত্রের চাপে রয়েছে। এই ধারণা শুধু তাঁর একার নয়, নাগরিক পরিসরের
বিস্তৃত একটি ধারণাও। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এর পরিষ্কার ব্যাখ্যা হাজির করা উচিত।

মাথাভারী আমলাতন্ত্র সরকারি সেবা নাগরিকের কাছে ঠিকভাবে পৌঁছানোর ক্ষেত্রে বড় একটা বাধা। অন্যদিকে সরকারকে এখানে বিশাল ব্যয়ের বোঝা বহন করতে হয়। ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত একটি সামঞ্জস্যপূর্ণ ও গতিশীল জনপ্রশাসনই সবাই প্রত্যাশা করে। জনপ্রশাসনের সব স্তরে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতেই হতে হবে।

সম্পর্কিত নিবন্ধ