চট্টগ্রামে উন্মুক্ত নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম হুমায়রা। সে ওই এলাকার মো. রহমানের মেয়ে।  বুধবার বিকালে নগরের হালিশহর আনন্দিপুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, মুষলধারে বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। খেলতে গিয়ে বল নালায় পড়ে যায়। বল কুড়াতে গিয়ে নালায় পড়ে যায়। স্রোতে ভেসে যায় শিশুটি। বিষয়টি স্থানীয় লোকজন দেখে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। আধঘণ্টা পর নিখোঁজের অদূরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান শাওন বলেন, ‘শিশুটি বল কুড়াতে গিয়ে নালায় পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.

শারমিন আলম বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার জন্য আসলে কিছু করার ছিল না।’

গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার কাপাসগোলায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে গেলে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহেরীশ নিহত হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চসিক। সেটি এখনো আলোর মুখ দেখেনি। 

এরমধ্যে আরেকজনের প্রাণহানি হয়েছে। গত ১০ বছরে চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এদের মধ্যে শিশু ছয়জন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রীসহ নারী তিনজন ও পুরুষ ছিল ৫ জন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ