বগুড়ার আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযানের পর আজ বুধবার ভোরে শহরের সেউজগাড়ি পাপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করে সেনাবাহিনীর একটি দল। থানা-পুলিশে হস্তান্তরের পর তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুফান সরকারের স্ত্রী আইরিন আক্তার (২০), তুফানের শ্বশুর আলম আকন্দ (৪৫) ও শাশুড়ি তাসলিমা আক্তার (৪০)। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তুফানের শ্যালক নয়ন পালিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সেনাবাহিনীর অভিযানে তুফান সরকারের ছোট স্ত্রী ছাড়াও তাঁর শ্বশুর-শাশুড়িকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় ১৫ বোতল ফেনসিডিল ও বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি শহরের চকসূত্রাপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ২১টি মামলা আছে। তাঁর বিরুদ্ধে ভালো কলেজে ভর্তির করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই এক ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানির পর তুফানের সাবেক স্ত্রীর বড় বোন তৎকালীন পৌর কাউন্সিলর মারজিয়া এবং তুফানের সাবেক স্ত্রী ওই মেয়ে ও তাঁর মাকে তুলে নিয়ে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে মারজিয়া ও পরে তুফানসহ তাঁর সহযোগীদের আটক করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর বাদীর সঙ্গে আপস করে কারাগার থেকে মুক্তি পান তুফান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান তুফান সরকার। গত বছরের ২৪ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দুদকের একটি মামলায় তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ফ ন সরক র র ন র পর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ