যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাই কর্মসূচির পথে ট্রাম্প প্রশাসনের আরেকটি বাধা কমলো। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতের রায় মার্কিন প্রেসিডেন্টের পক্ষে যাওয়ায় হাজার হাজার মার্কিনির চাকরি চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

রয়টার্স জানায়, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের আদেশক্রমে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও মানবসম্পদ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থসহ ডজনখানেক মন্ত্রণালয়ে জনবল হ্রাসের এক ব্যাপক পরিকল্পনা করে প্রশাসন।

মঙ্গলবারের সংক্ষিপ্ত আদেশে সর্বোচ্চ আদালত জানায়, ট্রাম্পের নির্দেশ আইনগতভাবে বৈধ এবং তিনি ক্ষমতার সীমা অতিক্রম করেননি, এই যুক্তিতে ট্রাম্প প্রশাসনের জেতার সম্ভাবনা রয়েছে। তবে আদালত এও স্পষ্ট করেছেন যে, কোনো নির্দিষ্ট সংস্থার ছাঁটাই পরিকল্পনার বৈধতা তারা এখনই যাচাই করছেন না।

হোয়াইট হাউসের বিবৃতিতে এই রায়কে ‘প্রেসিডেন্টের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই রায়ের পরও ছাঁটাই অবিলম্বে শুরু করা যাবে না। আইনি প্রক্রিয়া, ইউনিয়ন বিরোধিতা এবং নাগরিক সেবা-সংক্রান্ত সুরক্ষাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা ছাঁটাইয়ের সময়সীমা এবং পরিধি প্রভাবিত করতে পারে।

এর আগে মে মাসে ক্যালিফোর্নিয়া আদালতের বিচারক সুসান ইলস্টন ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে প্রশাসনিক ছাঁটাইয়ের নির্দেশনা দিয়ে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট।

এই মামলার বাদীপক্ষ রায়কে ‘গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে। বাদীপক্ষের মধ্যে বিভিন্ন ইউনিয়ন, অলাভজনক সংস্থা ও স্থানীয় সরকার রয়েছে। তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ব্লাঙ্কোসদের তছনছ করে ফাইনালে পিএসজি

শূন্য হাতে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপ জিততে মুখিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি পরীক্ষার সামনে পড়েন আলোনসো। ওই পরীক্ষায় বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের পিএসজি।

বুধবার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউরোপিয়ান ক্লাসিকোর ভাগ্য ২৪ মিনিটেই গড়ে ফেলে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে ৬ মিনিটে  প্রথম লিড নেয় পিএসজি৷ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।

তিন মিনিট পরে আবারো রিয়াল ডিফেন্ডারের ভুল। এবার অভিজ্ঞ অ্যান্তোনি রুডিগার বল হারান। যা ধরে গতির সঙ্গে রিয়ালের বক্সে ঢুকে ব্যবধান ২-০ করেন উসমান ডেম্বেলে। 

ফ্যাবিয়ান রুইজ ২৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন। শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় লা প্যারিসিয়ানরা। বদলি নামা গঞ্জালো রামোস ম্যাচের শেষদিকে অর্থাৎ, ৮৭ মিনিটে রিয়ালের জালে গোলের হালি পূর্ণ করেন।

আলোনসোর কৌশলে ম্যাচে রিয়াল মাদ্রিদ যেন পুরোপুরি বোতলবন্দী ছিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে তিনি রাইট উইঙ্গে খেলান। অস্বস্তির ওই পজিশনে ব্রাজিলিয়ান উইঙ্গারকে খুঁজেই পাওয়া যায়নি। তিনি গোলে না পেরেছেন শট নিতে, না পেরেছেন সুযোগ তৈরি করে দিতে। ম্যাচে রিয়াল মাদ্রিদ মাত্র ৩১ শতাংশ বল পায়ে রাখতে পেরেছিল। যা খুবই বেমানান। গোলে শট নিতে পেরেছিল মাত্র দুটি। যা পিএসজি গোলরক্ষক দোন্নারুমার জন্য ফেরাতে না পারার কারণই ছিল না।

সম্পর্কিত নিবন্ধ