ভারী বৃষ্টিতে নানা স্থানে জলাবদ্ধতা, ভোগান্তি
Published: 10th, July 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এতে ফেনী, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালীসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ বেড়ে যায়।
কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই কেন্দ্রের তথ্য অনুযায়ী, ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার এসব নদীর কাছাকাছি এলাকায় বন্যা পরিস্থিতি থাকতে পারে।
আজও উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবার বৃষ্টি আরও কমে তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
আজ রংপুর ছাড়া দেশের সব বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। শাহীনুল ইসলাম, আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তরভারী বৃষ্টির কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া আজ সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণ এবং এর কারণে ভূমিধসের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে লঘুচাপ এবং এর সঙ্গে যুক্ত হওয়া সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই কয়েক দিন ধরে দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পার্বত্য জেলা বান্দরবানে। এর পরিমাণ ছিল ২৭১ মিলিমিটার। এর বাইরে নোয়াখালীর মাইজদী কোর্টে ২০২, চট্টগ্রামে ১৬৯, বরিশালে ১৬০ ও কুমিল্লায় ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রতিটি স্টেশনেই বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
গতকাল টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থান প্লাবিত হয়। অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ বাড়ে।
ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রধান সড়ক ছাড়া অধিকাংশ সড়ক গতকাল ডুবে যায়। পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়িতে। জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারের অর্ধবার্ষিক পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করেছে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। গতকাল সকালে মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর, নোয়াখালী সরকারি কলেজ সড়ক, হাকিম কোয়ার্টার সড়ক, সরকারি আবাসিক এলাকা সড়ক, মাইজদী হাউজিং এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, এসব এলাকার বেশির ভাগ সড়ক কমপক্ষে এক থেকে দেড় ফুট পানিতে ডুবে রয়েছে। সড়কের পাশের নালা থেকে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।
শহরের টাউন হল মোড় এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তাঁর দোকানের সামনে দিয়ে যাওয়া সরকারি আবাসিক এলাকার সড়কটি অল্প বৃষ্টিতে ডুবে যায়।
চট্টগ্রামে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রামে তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়া, ইপিজেড ও পতেঙ্গার আশপাশে নিচু এলাকাগুলোয় হাঁটুসমান পানি উঠে যায়। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়। গতকাল সকাল থেকে দীঘিনালার মেরুং ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি উঠতে শুরু করেছে।
বরিশালে তিন দিনের টানা বর্ষণের কারণে নগরের মেজর এম এ জলিল সড়ক (নবগ্রাম রোড), জীবনানন্দ দাশ সড়ক (বগুড়া রোড), করিম কুটির, মুনসুর কোয়াটার, ব্রাউন কম্পাউন্ডসহ বেশ কয়েকটি সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকায়। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা।
বৃষ্টিতে দ্বীপ জেলা ভোলার ১৬ হাজার ৮৮০ হেক্টর আমনের বীজতলা, আউশ ধান ও শাকসবজির খেত প্লাবিত হয়েছে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, এ বৃষ্টিতে যাঁদের বীজতলায় দু-তিন দিন আগে বীজ বুনেছেন, তাঁদের ক্ষতি হবে।
বৃষ্টিতে যশোর, চাঁদপুর ও কুমিল্লায় অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ষ ট র পর ম ণ অন ক স থ ন প ল ব ত হয় বর শ ল ম ইজদ গতক ল
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল