এবারো পাবনায় ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
Published: 10th, July 2025 GMT
এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পাবনা ক্যাডেট কলেজ এবারো শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এছাড়া পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজও শতভাগ পাস করে চমক দেখিয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫’সহ পাশের হার শতভাগ।
পাবনা জেলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো.
ঢাকা/শাহীন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য ড ট কল জ শতভ গ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩ হাজার সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন, তাঁরাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২২ এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’
যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেওয়া হবে, তাঁদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাঁদের চাকরি মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাঁদের ছাঁটাই কার্যকর হবে।