প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতালির ইতিহাস
Published: 12th, July 2025 GMT
বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি। আজ্জুরিরা বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তারপরও নেট রান রেটে এগিয়ে থাকায় জার্সিকে হটিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী বছরের ফেব্রুয়ারির বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দেশটি।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের হিসাব ছিল- ইতালিকে হারাতে পারলে ডাচরা গ্রুপে সর্বাধিক পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে। অন্য দিকে স্কটল্যান্ড ও জার্সির মধ্যে জয়ী দলের সঙ্গে ইতালির নেট রান রেটের লড়াই হবে। স্কটল্যান্ডকে জার্সি হারালেও নেট রান রেটে ছাড়াতে পারেনি আজ্জুরিদের।
হেগের ভোরবার্গ ক্রিকেট ক্লাব মাঠে ইতালি টস জিতে শুরুতে ব্যাট করে ১৩৭ রানে আটকে যায়। ইতালির সামনে তখন চ্যালেঞ্জ আসে ডাচদের ১৪ ওভারের মধ্যে জিততে না দেওয়ার। ইতালি ওই চ্যালেঞ্জে জয়ী হয়েছে। ডাচরা ম্যাচ জিতেছে ১৬.
বাছাইপর্ব শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলেছে নেদারল্যান্ডস। ইতালি ৪ ম্যাচে দুই জয় ও এক ড্র’তে ৫ পয়েন্ট তুলেছে। সঙ্গে তাদের নেট রান রেট ০.৬১২। জার্সিরও সমান ৫ পয়েন্ট। তবে তাদের নেট রান রেট ০.৩০৬। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় ইতালিকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এর মধ্যে ১৫ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আরও তিন ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসবে দুই দল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর ব ছ ইপর ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা