প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতালির ইতিহাস
Published: 12th, July 2025 GMT
বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি। আজ্জুরিরা বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তারপরও নেট রান রেটে এগিয়ে থাকায় জার্সিকে হটিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী বছরের ফেব্রুয়ারির বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দেশটি।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের হিসাব ছিল- ইতালিকে হারাতে পারলে ডাচরা গ্রুপে সর্বাধিক পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে। অন্য দিকে স্কটল্যান্ড ও জার্সির মধ্যে জয়ী দলের সঙ্গে ইতালির নেট রান রেটের লড়াই হবে। স্কটল্যান্ডকে জার্সি হারালেও নেট রান রেটে ছাড়াতে পারেনি আজ্জুরিদের।
হেগের ভোরবার্গ ক্রিকেট ক্লাব মাঠে ইতালি টস জিতে শুরুতে ব্যাট করে ১৩৭ রানে আটকে যায়। ইতালির সামনে তখন চ্যালেঞ্জ আসে ডাচদের ১৪ ওভারের মধ্যে জিততে না দেওয়ার। ইতালি ওই চ্যালেঞ্জে জয়ী হয়েছে। ডাচরা ম্যাচ জিতেছে ১৬.
বাছাইপর্ব শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলেছে নেদারল্যান্ডস। ইতালি ৪ ম্যাচে দুই জয় ও এক ড্র’তে ৫ পয়েন্ট তুলেছে। সঙ্গে তাদের নেট রান রেট ০.৬১২। জার্সিরও সমান ৫ পয়েন্ট। তবে তাদের নেট রান রেট ০.৩০৬। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় ইতালিকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এর মধ্যে ১৫ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আরও তিন ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসবে দুই দল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর ব ছ ইপর ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
প্রথমবার একসঙ্গে গাইলেন মা-মেয়ে
ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে একে একে শ্রোতাপ্রিয় সব গান উপহার দিয়ে আসছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তারই পথ ধরে এরইমধ্যে গানে সম্ভাবনার জানান দিয়েছেন তার বড় কন্যা রোদেলা। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে।
প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
স্যাড-রোমান্টিক কথার এ গানটির একটি ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন মা-মেয়ে দুজনেই। গানটি নিয়ে বেশ এক্সাইটেড মা-মেয়ে দুজনই।
ন্যান্সি বলেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিলো। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগলো। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’
এদিকে গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, ‘এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। গানটি আশা করছি ভালো লাগবে সবার।’
গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের।’
১০ জুলাই গানটি প্রকাশ হবে রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে।