এ যেন নতুন রূপে ধরা দিচ্ছেন শুবমান গিল! এমনিতে শান্তশিষ্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বেশ রুক্ষ মেজাকেই দেখা যাচ্ছে গিলকে।

গতকাল তৃতীয় দিনের শেষ ওভারে সময় নষ্টের অভিযোগে যে ভাষায় জ্যাক ক্রলির সঙ্গে কথা বলেছেন, তাতে ম্যাচ শেষে জরিমানাও হতে পারে তাঁর। ভারতীয় অধিনায়কের এমন আচরণকে ইংল্যান্ডের বিশেষজ্ঞ কোচ টিম সাউদি ‘দ্বিচারিতা’ হিসেবে দেখছেন।

ভারত ৩৮৭ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর কাল ইংল্যান্ড ব্যাটিং করে মাত্র ১ ওভার। শেষ বিকেলে ব্যাটিং করা যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন। এ ধরনের সময়ে কোনো কোনো ব্যাটসম্যানের মধ্যে সময় নষ্ট করার যে প্রবণতা দেখা যায়, এ যাত্রায় ইংল্যান্ডের ওপেনাররাও সে চেষ্টাই করেছেন। যশপ্রীত বুমরা বল নিয়ে দৌড়াচ্ছেন, এমন সময়ে স্টান্স থেকে সরে দাঁড়ান জ্যাক ক্রলি। একবার নয়, দুবার।

ক্রলির এমন সময়ক্ষেপণের চেষ্টায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গিল। সম্প্রচার মাইকে ধরা পড়ে, ইংল্যান্ড ওপেনারের উদ্দেশে অশ্রাব্য শব্দ উচ্চারণ করেছেন ভারত অধিনায়ক।

ওভারের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের ক্রিকেটাররা একসঙ্গে তাঁর দিকে এগিয়ে গিয়ে ব্যাঙ্গাত্মকভাবে তালি দিতে থাকেন। এভাবে বুমরার ওভার শেষ করতেই লেগে যায় ৭ মিনিট। যে কারণে ভারতের সামনে দিনের শেষবেলায় দুই ওভার বল করার সুযোগ থাকলেও বুমরার ওভারেই থামতে হয়।

ছবিটিই যেন সব বলে দিচ্ছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ