জলাশয়ে ভাসছিল জুতা, তল্লাশি চালিয়ে মিলল দুই শিশুর লাশ
Published: 13th, July 2025 GMT
ময়মনসিংহের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর লাশ একটি ময়লাযুক্ত জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া শিশুরা হলো- দাপুনিয়া কাওয়ালটি এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) এবং আরিফ রব্বানীর ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন বাড়ির সামনে খেলা করছিল। সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এরপর আজ সকালে বাড়ির পাশের একটি ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।