চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে জামিন নিতে আসা কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে আদালত চত্বরে ঘটনাটি ঘটে। পরে আওয়ামী লীগ নেতাদের পুলিশ নিরাপত্তায় থানায় নেওয়া হয়। 

যাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন এবং জেলা অওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী।

আরো পড়ুন:

আনোয়ারুল হত্যা: ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

মাগুরায় পেট্রলবোমা হামলা: রায় ঘোষণার দিনে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন

আসামি পক্ষের আইনজীবী মো.

সারওয়ারদী বাদল জানান, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয় বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। 

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক, সাবেক সংসদ আব্দুল ওদুদ, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলার ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ও রহুল আমীন।

এই মামলায় আজ জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদন শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে, জেলা আওয়ামী লীগের দুই নেতা আদালতে আসার খবর পেয়ে সেখানে জড়ো হতে থাকেন শিবির নেতাকর্মীরা। তারা আদালতের বারান্দায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একটি ডিম রুহুল আমীনের শরীরে লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই নেতাকে থানায় নেয় পুলিশ। 

ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আবদুল আজিজ বলেন, “ঘটনাটি শিবিরের সাংগঠনিক সিদ্ধান্তে সংঘটিত হয়নি। ২০১৫ সালে ছাত্রশিবিরের নেতা তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আবেগ ও ক্ষোভ থেকে কর্মী–সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, “হত্যা মামলায় আদালতে আত্মসর্মপণ করতে যান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় নিরাপত্তার কারণে তাদের থানায় আনা হয়। তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভিন্ন ঘটনাবলির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দুইজনের ব্যাপারে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ র হ ল আম ন আওয় ম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ