জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার পতনের স্মৃতি ধারণ ও লালন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছয় দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানসূচী তুলে ধরেন জুলাই গণঅভ‍্যুত্থানের স্মৃতি ধারণ সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ‍্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। 

ছয় দিনব্যাপী এ অনুষ্ঠান আগামী ২৮ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত। ‘জুলাই গাথা’ শিরোনামে উদযাপিত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত  সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের সঙ্গীত, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করবেন।

আগামী ২৮ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বটতলা বিতর্ক’ দিয়ে অনুষ্ঠানের সূচনা করবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিবেটিং অরগানাইজেশন (জেইউডিও)। পরদিন ২৯ জুলাই সন্ধ্যায় শুরু হবে প্রীতি বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, জাবি সিনে সোসাইটি ও জাবি ইউনিভার্সিটি ড্যান্স ক্লাব। পরিবেশিত হবে মূকাভিনয়, ডকুমেন্টারি ও নৃত্য।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্যানেল আলোচনা, ডকুমেন্টারি, কবিতা এবং আদিবাসী গানের পরিবেশনা। একইদিন প্রামাণ্যচিত্র উপস্থাপন করবে রেড জুলাই। ৩১ জুলাই নাট্যচর্চা ও সংগীতনির্ভর দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘নারকীয় পুনর্জীবন’, নৃত্যনাট্য ‘চেকমেট’, কবিতা ও গান।

১ আগস্ট নাটক, গান, কবিতা, কাওয়ালি, র‍্যাপসহ থাকবে দিনব্যাপী পরিবেশনা। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার’ মঞ্চস্থ করবে নাটক , ‘জহির রায়হান  চলচ্চিত্র সংসদ’ উপস্থাপন করবে প্রামাণ্যচিত্র। এছাড়াও অংশ নেবে অন্তর্যাত্রা, থার্মোকলসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আগ্রহী নাগরিকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন দ নব য প পর ব শ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
  • নির্মাণ শ্রমিকের মৃত্যু: ৩ দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের ব
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
  • অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ