সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়েই হবে শিল্পের টেকসই অগ্রগতি: শিল্প উপদেষ্টা
Published: 24th, July 2025 GMT
পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে বাংলাদেশের চামড়া শিল্প আন্তর্জাতিক রপ্তানিতে নতুন দিগন্তে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ই হবে এ শিল্পের টেকসই অগ্রগতির চালিকাশক্তি।’’
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া নবম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, ‘‘চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।’’
তিনি জানান, চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার খাতে ২০৩০ সালের মধ্যে ৩৫ থেকে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এবং ১২.
আদিলুর রহমান খান বলেন, ‘‘চামড়া শিল্পে মূল্য সংযোজনের অপার সম্ভাবনা রয়েছে। এ শিল্পে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ তৈরির সুযোগ ব্যাপক। এসব দিক বিবেচনায় নিয়েই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’’
অনুষ্ঠানের শুরুতেই শিল্প উপদেষ্টা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এক্সপো নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘‘এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। যা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির জন্য সহায়ক হবে।’’
তিনি এ শিল্পে পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ জনবল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রানী কর্মকার, বিটিএ-এর সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান এবং ট্যানারি উদ্যোক্তা মোহাম্মদ আলী বাপ্পী।
১৪ দেশের অংশগ্রহণ, ১৪৮টি স্টল
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় মোট ১৪৮টি স্টল রয়েছে। এতে আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, উন্নতমানের চামড়া, চামড়াজাত পণ্য, যন্ত্রাংশ ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
ঢাকা/এএএম//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল প উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ