রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আহতদের সুস্থতা কামনা করেও প্রার্থনা করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এই প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি (বিএমআরপি)। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।

 বিএমআরপির উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস এই প্রার্থনার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমআরপির উপদেষ্টা সুমন কুমার রায়, সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সাধারণ সম্পাদক তন্ময় মৌলিক, যুগ্ন সাধারণ সম্পাদক সৌরভ গাঙ্গুলি, অরিন্দম কর্মকার, বিপুল বর্মন প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ