Prothomalo:
2025-11-03@08:14:26 GMT

‘ওজন কমাও’ থেকে ‘রিল বানাও’

Published: 25th, July 2025 GMT

বড় পর্দায় এখন কম দেখা যায় তাঁকে, বরং ইনস্টাগ্রামের রিলেই যেন বেশি সরব বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। রসিকতা, অভিনয় আর সামাজিক বার্তায় ভরপুর তাঁর ছোট ছোট ভিডিও দেখে মুগ্ধ হন ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, রিল বানানোর কাজটা তিনি ভীষণ উপভোগ করেন এবং এই মাধ্যমও তাঁকে নতুন করে ছুঁয়ে যাচ্ছে।
‘ভুল ভুলাইয়া ৩’–এ শেষবার দেখা গেছে বিদ্যাকে। সুপারহিট এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে তাঁর অভিনীত ‘মঞ্জুলিকা’ চরিত্রটি এখন আইকনিক। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তিনি বরাবরই সাহসী ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে বিদ্যা–ভক্তদের সামনে নিয়ম করে প্রায় প্রতিদিনই হাজির হন ইনস্টাগ্রামের রিলের মধ্য দিয়ে। তাঁর কথায়, ‘রিল বানানো আমার কাছে এক আনন্দের ব্যাপার। যদি আমার ভিডিও দেখে কারও মুখে হাসি ফোটে, সেটাই আমার বড় প্রাপ্তি। ছোট–বড় নানা বয়সী মানুষের ভালোবাসাময় মন্তব্য আমাকে রীতিমতো অনুপ্রাণিত করে।’

আরও পড়ুনটাকাই পারে মানুষের স্বপ্ন পূরণ করতে: বিদ্যা বালান ০৯ মার্চ ২০২৫

সাক্ষাৎকারে বিদ্যা আরও বলেন, ‘আমি খুব আশাবাদী একজন মানুষ। নিজের কাজ, প্রতিভা এবং অবস্থান নিয়ে আমার ভেতর ভরপুর আত্মবিশ্বাস রয়েছে। একসময় শরীরের অতিরিক্ত ওজন নিয়ে আমাকে নানা কথা শুনতে হয়েছে। অনেকে বলেছেন, ওজন কমানো উচিত। আমি সেই পরামর্শ শুনেছি এবং সেগুলো আমাকে গঠনমূলকভাবে ভাবতে সাহায্য করেছে। এখন আমি অনেকটাই বদলে গেছি, আত্মবিশ্বাসও বেড়েছে।’

‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ