পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরার সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। পুলিশে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানায় নিয়ে গেছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে প্রায় তিন ফুট লম্বা এই মূর্তি উদ্ধার করেন স্থানীয়রা।  

স্থানীয়রা জানান, আজ সকালে মাঝগ্রামের বাসিন্দা লোকমান হোসেন নিজের পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরছিলেন। এসময় কয়েকজন জেলের পায়ে শক্ত বস্তুর আঘাত লাগে। বস্তুটি পানি থেকে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে তারা বুঝতে পারেন, সেটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। 

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর

নড়াইলে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুসা নাসের চৌধুরী বলেন, “এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে যায়। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যকার সময়ের হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে মূর্তিটি তাদের হেফাজতে নেবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ