ব্যক্তিগত অর্জন বা উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য অবদান রাখা ১০ তরুণের খোঁজে চলছে বিশেষ আয়োজন ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’।

এ আয়োজনের জুরিবোর্ডে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার (প্রধান বিচারক), বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেঁজুতি রহমান।

দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ‘হিরো’দের খুঁজে বের করার এ উদ্যোগ নিয়ে আয়োজকদের পাশাপাশি আশাবাদী বিচারকেরাও। এ বিষয়ে সৈয়দ ফারহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘ব্যতিক্রমী এ আয়োজনের উদ্দেশ্য যেন সফল হয়, এটাই আমার প্রত্যাশা। সমাজের সত্যিকারের মেধাবী তরুণ ও ভালো মানুষগুলো যেন স্বচ্ছতার মধ্য দিয়ে উঠে আসতে পারে এবং তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়, সেই চেষ্টাই আমরা করব।’

হাবিবুল বাশার সুমন বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য অনুপ্রেরণামূলক গল্পকে বিশ্বব্যাপী তুলে ধরার এক অসাধারণ উদ্যোগ এটা, যা তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আশা করি, এমন কিছু গল্প আমরা পাব, যা অন্যদের পথ দেখাবে এবং অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।’

এ উদ্যোগ সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেঁজুতি রহমান। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণেরা মেধাবী এবং দারুণ সম্ভাবনাময়। এদিকটা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ—এটা আমাকে সব সময় আশাবাদী করে রাখে।’ তিনি আরও বলেন, দেশের এই প্রতিভাবান তরুণের গল্প জানা এবং তাঁদের মূল্যায়নের সুযোগ পাওয়া অনুপ্রেরণার বিষয়। প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক চিন্তার মেলবন্ধনেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ। বিচারকার্যের মতো কঠিন বিষয়ে তাঁর ওপর আস্থা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি।

‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’, আবেদন করুন ৩১ জুলাইয়ের মধ্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন প র

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ