আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন শ্রম আইন হচ্ছে: শ্রম সচিব
Published: 26th, July 2025 GMT
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, শ্রমিক সুরুক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন শ্রম আইন তৈরি করা হচ্ছে।
শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি।
শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়া, নারী শ্রমিকদের সঙ্গে মজুরি বৈষম্য কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেন, “শ্রম অধিকারে কথা যদি বলেন, তাহলে অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি, যেখানে শ্রমিকের সংজ্ঞা আরো বিস্তৃত করব।”
আরো পড়ুন:
দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন
তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের এ নতুন শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রোড ম্যাপ আছে আমাদের জন্য। আমেরিকার ইলাভেন পয়েন্ট আছে। আরো সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে খুব সম্প্রতি নতুন একটা শ্রম আইন করছি। গত বৃহস্পতিবার আমরা ক্যাবিনেটে অনুমোদন পেয়েছি। তিনটি কনভেনশন আমরা স্বাক্ষর করব। এগুলোর মধ্যে কর্মক্ষেত্রে যে কাজ করবে তার স্বাস্থ্য সুরুক্ষা দেখতে হবে। যেমন ধরেন- কোনো নির্মান শ্রমিক ১০ তলা ভবনে কাজ করবেন তাকে মেজর সেইফটি দিতে হবে। এ ছাড়া কাজ করানো যাবে না। আর শ্রমিকের মজুরি যদি ঠিক ভাবে না দেয় আমাদের হটলাইন নম্বর থাকবে ১৬৩৫৭ এখানে অভিযোগ করতে পারবেন। শ্রম আদালত যেগুলো আছে সেখানে করতে পারেন।”
জেলা পর্যায়ে সাংবাদিকরা সঠিক মুজুরি পাচ্ছেন না এ নিয়ে শ্রম মন্ত্রণালয় কোন উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ওয়েজবোর্ড দেখে। সাংবাদিকদের এ বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় সঙ্গে (ডিসপিউট) বিবাদীয় পর্যায়ে আছে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইশরাত ফারজানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো.
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট নগরীতে নতুন ‘রিকশা ভাড়া’ প্রস্তাব করল পুলিশ
সিলেট মহানগরে প্যাডেলচালিত রিকশার ভাড়া প্রস্তাব করেছে সিলেট মেট্রোপলিট্রন পুলিশ। সোমবার (৩ নভেম্বর) নতুন ভাড়ার তালিকা প্রস্তাব করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘‘নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। সেই তালিকা ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে।’’
আরো পড়ুন:
হিমাগারে কেজিপ্রতি আলুর ভাড়া সাড়ে ৫ টাকা
পাম্পে গাড়ির চাপ, গণপরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ
নগরীতে সর্বনিম্ন রিকশা ভাড়া প্রস্তাব করা হয়েছে ২০ টাকা। কিন্তু তলিকায় লেখা হয়নি এমন জায়গার জন্য ১০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে। তবে এক্ষেত্রে যাত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। তালিকা প্রকাশের আগে নগরীরর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতাদের সঙ্গে পুলিশ মতবিনিময় করে।
পুলিশের প্রস্তাবিত ভাড়ার তালিকায় দেখা যায়, নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা; সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা; শিবগঞ্জ ও ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা এবং বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।
শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ভাড়া ২০ টাকা; নতুন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা; বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা; লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা এবং পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার পর্যন্ত ৭০ টাকা এবং বাস টার্মিনাল পর্যন্ত ৮০ টাকা।
দক্ষিণ সুরমা কিনব্রিজ থেকে রেলগেট ২০ টাকা; হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই পর্যন্ত ৩০ টাকা; শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর পর্যন্ত ৪০ ও ৫০ টাকা; আলমপুর, মকন দোকান পর্যন্ত ৫০ ও ৭০ টাকা।
আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা পর্যন্ত ২০ টাকা; মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা পর্যন্ত ৩০ টাকা; লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক পর্যন্ত ৬০ টাকা; টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট, নতুন ব্রিজ পর্যন্ত ৬০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা; শিবগঞ্জ-নতুন ব্রিজ ৪০ টাকা; মিরাবাজার- যতরপুর-৩০ টাকা; উপশহর এ-কে পর্যন্ত ৫০ টাকা এবং নতুনব্রিজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল পর্যন্ত ভাড়া ৭০ টাকা।
এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০ টাকা; ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া পর্যন্ত (ঝর্ণারপার) ৪০ টাকা; দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড—পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা; নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী,বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা; জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা; কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর পর্যন্ত ৩০ টাকা; শাবি গেট ৯০ টাকা; কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা; কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা; খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ভাড়া পর্যন্ত ৬০ টাকা প্রস্তাব করা হয়েছে।
ঢাকা/নুর/বকুল