আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন শ্রম আইন হচ্ছে: শ্রম সচিব
Published: 26th, July 2025 GMT
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, শ্রমিক সুরুক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন শ্রম আইন তৈরি করা হচ্ছে।
শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি।
শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়া, নারী শ্রমিকদের সঙ্গে মজুরি বৈষম্য কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেন, “শ্রম অধিকারে কথা যদি বলেন, তাহলে অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি, যেখানে শ্রমিকের সংজ্ঞা আরো বিস্তৃত করব।”
আরো পড়ুন:
দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন
তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের এ নতুন শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রোড ম্যাপ আছে আমাদের জন্য। আমেরিকার ইলাভেন পয়েন্ট আছে। আরো সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে খুব সম্প্রতি নতুন একটা শ্রম আইন করছি। গত বৃহস্পতিবার আমরা ক্যাবিনেটে অনুমোদন পেয়েছি। তিনটি কনভেনশন আমরা স্বাক্ষর করব। এগুলোর মধ্যে কর্মক্ষেত্রে যে কাজ করবে তার স্বাস্থ্য সুরুক্ষা দেখতে হবে। যেমন ধরেন- কোনো নির্মান শ্রমিক ১০ তলা ভবনে কাজ করবেন তাকে মেজর সেইফটি দিতে হবে। এ ছাড়া কাজ করানো যাবে না। আর শ্রমিকের মজুরি যদি ঠিক ভাবে না দেয় আমাদের হটলাইন নম্বর থাকবে ১৬৩৫৭ এখানে অভিযোগ করতে পারবেন। শ্রম আদালত যেগুলো আছে সেখানে করতে পারেন।”
জেলা পর্যায়ে সাংবাদিকরা সঠিক মুজুরি পাচ্ছেন না এ নিয়ে শ্রম মন্ত্রণালয় কোন উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ওয়েজবোর্ড দেখে। সাংবাদিকদের এ বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় সঙ্গে (ডিসপিউট) বিবাদীয় পর্যায়ে আছে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইশরাত ফারজানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো.
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মহিলা ওয়ার্ড থেকে সজীব দাস পার্থ (২১) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।
বুধবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে মহিলা ওয়ার্ডে ভর্তি কুলসুম বেগম (৫৪) নামের এক নারী রোগীকে হুইলচেয়ার থেকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এতে রোগী পড়ে যান। তা দেখে ওয়ার্ডের লোকজন ও আনসার সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিটিকে পালানোর চেষ্টাকালে ধরে ফেলেন। পরে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “রাত দেড়টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজন ও আনসার সদস্যরা ভুয়া চিকিৎসক সজীব দাস পার্থ এবং তার এক সহযোগী মানিক মিয়াকে আমাদের কাছে হস্তান্তর করেন।”
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সজীব দাস নিজেকে মৌলভীবাজার জেলার রাজনগর থানার বিলবাড়ি পেড়কুড়ি গ্রামের বাসিন্দা এবং রানেশ চন্দ্র দাসের ছেলে বলে পরিচয় দেয়। দাবি করে, পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সে।
পরিদর্শক ফারুক আরো বলেন, “তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। পরিবারের সদস্যরা ঢাকায় আসছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বুলবুল/ইভা