বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, শ্রমিক সুরুক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন শ্রম আইন তৈরি করা হচ্ছে। 

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি। 

শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়া, নারী শ্রমিকদের সঙ্গে মজুরি বৈষম্য কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেন, “শ্রম অধিকারে কথা যদি বলেন, তাহলে অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি, যেখানে শ্রমিকের সংজ্ঞা আরো বিস্তৃত করব।” 

আরো পড়ুন:

দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের এ নতুন শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রোড ম্যাপ আছে আমাদের জন্য। আমেরিকার ইলাভেন পয়েন্ট আছে। আরো সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে খুব সম্প্রতি নতুন একটা শ্রম আইন করছি। গত বৃহস্পতিবার আমরা ক্যাবিনেটে অনুমোদন পেয়েছি। তিনটি কনভেনশন আমরা স্বাক্ষর করব। এগুলোর মধ্যে কর্মক্ষেত্রে যে কাজ করবে তার স্বাস্থ্য সুরুক্ষা দেখতে হবে। যেমন ধরেন- কোনো নির্মান শ্রমিক ১০ তলা ভবনে কাজ করবেন তাকে মেজর সেইফটি দিতে হবে। এ ছাড়া কাজ করানো যাবে না।  আর শ্রমিকের মজুরি যদি ঠিক ভাবে না দেয় আমাদের হটলাইন নম্বর থাকবে ১৬৩৫৭ এখানে অভিযোগ করতে পারবেন। শ্রম আদালত যেগুলো আছে সেখানে করতে পারেন।” 

জেলা পর্যায়ে সাংবাদিকরা সঠিক মুজুরি পাচ্ছেন না এ নিয়ে শ্রম মন্ত্রণালয় কোন উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ওয়েজবোর্ড দেখে। সাংবাদিকদের এ বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় সঙ্গে (ডিসপিউট) বিবাদীয় পর্যায়ে আছে।” 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইশরাত ফারজানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো.

ইমরুল মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামসহ অনেকে।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ