‘সাইয়ারা’র আলোচিত গান কি চুরি করা
Published: 29th, July 2025 GMT
মুক্তির আগে থেকেই আলোচনায় মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। সিনেমাটির গানগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে কিছুদিন আগেই অভিযোগ ওঠে, সিনেমার একটি গানের সুর আলোচিত ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ‘সাইয়ারা’র সুরকার তনিষ্ক বাগচী।
‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকটি ইতিমধ্যেই স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে উঠে এসেছে। তবে এ গানের সুর নাকি ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গান ‘নাইট চেঞ্জেস’ ও জুবিন নাটিয়ালের ‘হুমনাভা মেরে’র গানের সুর থেকে প্রবলভাবে অনুপ্রাণিত।
এ প্রসঙ্গে গানটির সুরকার তনিষ্ক বাগচী ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যাই করি না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাদের তো করার মতো তেমন কিছু নেই। সব সময় একটা সুযোগ খোঁজে আমাকে নিচে নামানোর। তবে শেষমেশ গানটা যেখানে পৌঁছানোর কথা, সেখানে ঠিকই পৌঁছে যাবে—“সাইয়ারা” সেটাই প্রমাণ করেছে।’
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। প্রযোজনা সংস্থার এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাদ্য ও পানীয় ব্যবসায় বিশ্বের সেরা ১০ ধনী
রয়টার্স