সবার জন্য উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ
Published: 29th, July 2025 GMT
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশ সবার জন্য উন্নত ও টেকসই খাদ্য ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, ‘‘বাংলাদেশ বিগত কয়েক দশকে খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একসময় খাদ্য ঘাটতির দেশ হলেও বর্তমানে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। পাশাপাশি মাছ, শাকসবজি এবং প্রাণিসম্পদ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে আমরা আমাদের কৃষি ও উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছি।’’
খাদ্য উপদেষ্টা সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সম্মেলন প্লাস ফোর-এ বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘‘আমরা প্রতিনিয়ত নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্যদ্রব্যের দামের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানির স্বল্পতা এবং ক্রমবর্ধমান বৈষম্য আমাদের জাতীয় খাদ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি এখনো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’’
নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যে ন্যায্য প্রবেশাধিকার এবং স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘‘অপুষ্টি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে।”
বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা টেকসই করতে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তার সহজ প্রবেশাধিকার দিতে হবে এবং জাতীয় পর্যায়ে খাদ্য ব্যবস্থা রূপান্তরে বহু-অংশীদারভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে বলে মত দেন তিনি।
সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত, শিক্ষাবিদ, আর্থিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে খাদ্য উপদেষ্টা বলেন, বিশ্বকে এখন একসাথে এগিয়ে যেতে হবে এমন এক খাদ্য ব্যবস্থার দিকে, যা হবে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, স্বাস্থ্যকর ও টেকসই।
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর খ দ য ব যবস থ খ দ য উপদ ষ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন