খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশ সবার জন্য উন্নত ও টেকসই খাদ্য ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত।

তিনি বলেন,‌‌ ‘‘বাংলাদেশ বিগত কয়েক দশকে খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একসময় খাদ্য ঘাটতির দেশ হলেও বর্তমানে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। পাশাপাশি মাছ, শাকসবজি এবং প্রাণিসম্পদ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে আমরা আমাদের কৃষি ও উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছি।’’

খাদ্য উপদেষ্টা সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সম্মেলন প্লাস ফোর-এ বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমরা প্রতিনিয়ত নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্যদ্রব্যের দামের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানির স্বল্পতা এবং ক্রমবর্ধমান বৈষম্য আমাদের জাতীয় খাদ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি এখনো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’’

নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যে ন্যায্য প্রবেশাধিকার এবং স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘‘অপুষ্টি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে।”

বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা টেকসই করতে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তার সহজ প্রবেশাধিকার দিতে হবে এবং জাতীয় পর্যায়ে খাদ্য ব্যবস্থা রূপান্তরে বহু-অংশীদারভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে বলে মত দেন তিনি।

সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত, শিক্ষাবিদ, আর্থিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সমাপনী বক্তব্যে খাদ্য উপদেষ্টা বলেন, বিশ্বকে এখন একসাথে এগিয়ে যেতে হবে এমন এক খাদ্য ব্যবস্থার দিকে, যা হবে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, স্বাস্থ্যকর ও টেকসই।

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর খ দ য ব যবস থ খ দ য উপদ ষ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ