গংগাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় মামলা, আসামি ১২০০
Published: 30th, July 2025 GMT
রংপুরের গংগাচড়ায় আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
ঘটনার দুই দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ভুক্তভোগীর দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
গংগাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্ত একজন মঙ্গলবার বিকেলে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। নিরাপত্তার কারণে মামলার বাদীর নাম প্রকাশ করা হচ্ছে না।
একই তথ্য জানিয়েছেন গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান।
তিনি বলেন, “হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গতকাল একটি মামলা হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গত ২৭ জুলাই রাতে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়।
পুলিশ, প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, যারা হামলা করেছেন, তাদের মধ্যে অনেকে ছিলেন ‘বহিরাগত’। পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে লোকজন এসে হামলা চালিয়ে চলে যায়। হামলার সময় ২২টি ঘরবাড়ি তছনছ ও লুটপাট করা হয়।
শনিবার বিকালের দিকে হঠাৎ করেই এলাকায় ছড়িয়ে পড়ে, গ্রামের ১৭ বছরের এক কিশোর ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন।
এক প্রতিবেশী জানান, ঘটনাটি জানার পরপরই পরিবার সেই কিশোরকে নিয়ে থানায় যায়। তখন পুলিশ তাকে হেফাজতে নেয়। তারপরই কিছু লোক এসে হামলা চালায়।
ঢাকা/আমিরুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গংগাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় মামলা, আসামি ১২০০
রংপুরের গংগাচড়ায় আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
ঘটনার দুই দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ভুক্তভোগীর দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
গংগাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্ত একজন মঙ্গলবার বিকেলে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। নিরাপত্তার কারণে মামলার বাদীর নাম প্রকাশ করা হচ্ছে না।
একই তথ্য জানিয়েছেন গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান।
তিনি বলেন, “হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গতকাল একটি মামলা হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গত ২৭ জুলাই রাতে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়।
পুলিশ, প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, যারা হামলা করেছেন, তাদের মধ্যে অনেকে ছিলেন ‘বহিরাগত’। পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে লোকজন এসে হামলা চালিয়ে চলে যায়। হামলার সময় ২২টি ঘরবাড়ি তছনছ ও লুটপাট করা হয়।
শনিবার বিকালের দিকে হঠাৎ করেই এলাকায় ছড়িয়ে পড়ে, গ্রামের ১৭ বছরের এক কিশোর ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন।
এক প্রতিবেশী জানান, ঘটনাটি জানার পরপরই পরিবার সেই কিশোরকে নিয়ে থানায় যায়। তখন পুলিশ তাকে হেফাজতে নেয়। তারপরই কিছু লোক এসে হামলা চালায়।
ঢাকা/আমিরুল/ইভা