দীর্ঘ সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিং–বিরোধী নিয়ম ভাঙার দায়ে ২০২২ সালের জানুয়ারিতে নিষিদ্ধ হয়েছিলেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান।

টেলরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ২৫ জুলাই। ফলে স্বীকৃত ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই। সব ঠিক থাকলে আগামী ৭ আগস্ট বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরবেন টেলর। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ক্রেগ আরভিন।

সংবাদ সম্মেলনে আরভিন বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে অবশ্যই তাকে পাওয়া যাবে। আমি জানি, দলে ফেরার জন্য গত আট–দশ–বারো মাস ধরে কতটা পরিশ্রম করেছে সে। আমরা শিগগিরই ওকে ফিরে পাব—এটা ভাবলেই রোমাঞ্চিত লাগছে। দলে আবার অবদান রাখবে, আমরা সেই অপেক্ষায়।’

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর অনুশীলনে নেমে পড়েছেন ব্রেন্ডন টেলর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচরের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানা-পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আলাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ার শ্বশুরবাড়িতে পালিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে হাতিয়া থানা হাজতে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন জোড়খালী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গোপন সংবাদে বিষয়টি টের পাওয়ার পরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি এ কে এম আজমল হুদা জানান, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আলাউদ্দিন ও তাঁর ১৫ সহযোগীর বিরুদ্ধে থানায় নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত নিবন্ধ