সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে পারলেন না শুবমান গিল। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গাভাস্কারের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েও গিল থেমেছেন ৭৫৪ রানে।

সব মিলিয়ে গিলের ৭৫৪ রানের শীর্ষ দশেও নেই, আছে ১৯ নম্বরে। সর্বোচ্চ রান ডন ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের অ্যাশেজে ৯৭৪ রান করেছিলেন তিনি। তবে কোনো সফরকারী অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড এটি। প্রথম অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরিও করেছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে এর চেয়ে বেশি রান আছে শুধু ডন ব্র্যাডম্যানের, ৮১০।

এবারের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ইনিংসে গিল করেছেন ১১ রানে। দ্বিতীয় সেশনের প্রথম বলেই গাস অ্যাটকিনসনের বলে আউট হন গিল। এই টেস্টের প্রথম ইনিংসেও গিল বড় ইনিংস খেলতে পারেননি। ২১ রানে রানআউট হয়ে যান।

গিলের ব্যর্থ হওয়া টেস্টে সেঞ্চুরি পেয়েছেন যশস্বী জয়সোয়াল। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন জয়সোয়াল। ৮৫ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নামা জয়সোয়াল আউট হয়েছেন ১১৮ রান করে। এই সিরিজে আরও একটি সেঞ্চুরি পেয়েছেন জয়সোয়াল। সেটি সিরিজের প্রথম ইনিংসে। গিল ও জয়সোয়াল ছাড়া এই সেশনে আউট হয়েছেন করুণ নায়ার। তিনি করেছেন ১৭ রান।

দ্বিতীয় সেশন শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ২৮১। ৬ উইকেটে ৩০৪ রান করেছে দলটি। রবীন্দ্র জাদেজা ২৬ ও ধ্রুব জুরেল ২৫ রানে অপরাজিত ছিলেন। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। মানে ওভাল টেস্ট জিতে সিরিজ নিজেদের করতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র কর ড জয়স য় ল র ন কর কর ছ ন প রথম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ