পুলিশের বাধা উপেক্ষা ক‌রে ‌বি‌ক্ষোভ মি‌ছিল ও সমাবেশ ক‌রে‌ছে জাতীয় পা‌র্টি।

শ‌নিবার (২ আগস্ট) বিকে‌লে কাকরাই‌লে কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কা‌দে‌রের না‌মে মিথ্যা মামলা প্রত্যাহারের দা‌বি‌তে এই কর্মসূ‌চি পালন ক‌রে দল‌টির নেতাকর্মীরা।এই কর্মসূ‌চির মধ‌্য দি‌য়ে দ‌লের নতুন মহাস‌চিব ব‌্যা‌রিস্টার শামীম হায়দার পা‌টোয়া‌রীর নেতৃ‌ত্বে রাজপ‌থে শোডাউন ক‌রে দল‌টি।

দু‌দিন আগে জিএম কা‌দে‌রের বিরু‌দ্ধে দলীয় কার্যক্রম প‌রিচালনায় নি‌ষেধাজ্ঞা আদেশ দেন আদালত।

আরো পড়ুন:

কর্মীদের মতের মূল্য নাই, জিএম কা‌দের দল চালান স্ত্রীর কথায় 

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

জাপার পূর্বনির্ধারিত সমাবেশে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশ বাধা দেয়। বিকে‌লের ম‌ধ্যে খণ্ড খণ্ড মি‌ছিল এসে যোগ দেয় কাকরাই‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে। দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য মীর আব্দুস সবুর আসু‌দের নেতৃ‌ত্বে ঢাকা মহানগীরর বিশাল মি‌ছিল সমা‌বে‌শে যোগ দি‌লে সমা‌বে‌শে নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তি দে‌খে পু‌লিশ পিছু হ‌টে। একপর্যা‌য়ে নেতাকর্মীরা পা‌র্টি অফিসের সাম‌নে সমা‌বেশ ক‌রে।

জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপ‌তি‌ত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মহসিন ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব সামছুল হক।

দ‌লের মহাস‌চিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ব‌লেন, “আমাদের অধিকার এবং মানবাধিকার আদায় করতে আইন অমান্য করতে হলেও আমরা পিছপা হবো না। আমাদের এই সমাবেশটি আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারতো কিন্তু বি‌ভিন্ন বিভাগের অসহযোগিতার জন্য একটু এলোমেলো হ‌য়ে‌ছে। তারপরও বল‌বে, আজকের কর্মসূচি সফল হয়েছে।”

হয়রা‌নিমূলক মামলা দি‌য়ে জিএম কা‌দে‌রের কণ্ঠরোধ এবং জাতীয় পা‌র্টির অগ্রযাত্রা রোধ করার চেষ্টা চল‌ছে জা‌নি‌য়ে শামীম পা‌টোয়ারী ব‌লেন, “দুঃখের বিষয় হচ্ছে আমাদের চেয়ারম্যান জিএম কাদের বিগত সরকারের আমলেও যখন গণমানুষের পক্ষে কথা বলেছেন, তখন মামলা দিয়ে তার কণ্ঠরোধের অপচেষ্টা চলেছে। এখনো মামলা দিয়ে তার কণ্ঠরোধের অপচেষ্টা চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তি‌নি ব‌লেন, “দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। ভেবেছিলাম দেশে শান্তি আসবে, এখন দেখছি দেশজুড়ে অশান্তি। এই সরকার আইনের শাসনের পরিবর্তে মব এর শাসন প্রতিষ্ঠা করেছে।”

“ভেবেছিলাম মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে কিন্তু, আমরা দেখছি এই সরকার জাতিকে বিভক্ত করেছে। সরকার দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে,” ব‌লেও সমা‌লোচনা ক‌রেন পা‌টোয়ারী।

গতকাল বগুড়ায় জাপা অফিসে হামলা হয়েছে অফিস ক‌রে দল‌টির মহাস‌চিব ব‌লেন, “আগেও যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানা‌চ্ছি। আমাদের অফিসগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, দেশে কোনো সরকার নেই। রাষ্ট্রে চিড় ধরেছে আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই।”

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমরা নতুন উদ্যমে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে, প্রত‌্যাশা ক‌রেন তি‌নি।

শামীম পা‌টোয়ারী ব‌লেন, “২০১৪ সালে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ২৭০ জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছিল। আমাদের পার্টি চেয়ারম্যান কাদেরও ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল। এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যাতে দেশ ও গণতন্ত্র বাঁচতে পারে। জনগণের আকাঙ্খা পূরণের রাজনীতি করতে যদি জেলে যেতে হয় আমরা জেলে যাব। আমাদের আঘাত করলেও আমরা পিছপা হবো না।”

এ সময় উপস্থিত ছিলেন নুরুন নাহার বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো.

হেলাল উদ্দিন।

প‌রে জিএম কা‌দে‌রের প‌ক্ষে শ্লোগান দি‌য়ে মি‌ছিল বের ক‌রেন নেতাকর্মীরা। ‌মি‌ছিল‌টি কাকরাইল ঘু‌রে বিজয়নগর পা‌নির ট‌্যাং‌কি হ‌য়ে দ‌লের অফিসে গি‌য়ে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম কর ছ ল জ এম ক আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে

হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।

সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।

যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ