বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থান, বাংলাদেশে কী অবস্থা
Published: 4th, August 2025 GMT
কয়েক বছর ধরেই আলোচিত ড্যানি ও মাইকেল ফিলিপো জুটি। ইউটিউবে হরর ভিডিও বানিয়ে দুনিয়াজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন এই দুই অস্ট্রেলীয় যমজ। জিতেছেন বহু পুরস্কার। ২০২৩ সালে সুপারন্যাচারাল সিনেমা ‘টক টু মি’ বানিয়ে চমকে দেন তাঁরা। সানড্যান্স উৎসবে প্রিমিয়ারের পর দুনিয়াজুড়ে হইচই পড়ে যায়। দুই বছরের বিরতির পর এবার ‘ব্রিং হার ব্যাক’ নিয়ে হাজির তাঁরা। এটিও যে হরর সিনেমা, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। চলতি বছরের ২৯ মে অস্ট্রেলিয়ায় মুক্তির পরই আলোচনায় আসে সিনেমাটি। পরে এটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেয় প্রযোজনা সংস্থা এ২৪। গত শুক্রবার যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে ‘ব্রিং হার ব্যাক’। ১৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে ২৩ মিলিয়ন ডলার ব্যবসা করে ফেলেছে। কেবল এটিই নয়, গত কয়েক বছরে অল্প বা মাঝারি বাজেটের অনেক হরর সিনেমা, সেটা দুনিয়ার যে প্রান্তেই নির্মিত হোক, বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
সাধারণ একটা বিদেশি সিনেমা দেখতে গেলে সাবটাইটেল লাগে, কিন্তু হররের বিষয়টা এতটা ভিজুয়াল; পুরো বিষয়টা (হরর সিনেমা) ভিজ্যুয়াল আর সাউন্ডের ওপরে চলে, সংলাপ এখানে অতটা গুরুত্বপূর্ণ নয়। এ জন্য দেখবেন অনেক বাংলাদেশি দর্শক টার্কিশ বা ইন্দোনেশিয়ান হরর সিনেমা দেখে। যুক্তরাষ্ট্রেও একই ব্যাপার, সেখানেও এখন আন্তর্জাতিক হররের একটা ট্রেন্ড চলছে।নুহাশ হুমায়ূনযখন সুপারহিরো, সিকুয়েল আর পুরোনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ।
‘সিনার্স’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’-এর মতো ছবির সাফল্য এবং বছর শেষে মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২’-এর মতো হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি—সব মিলিয়ে আশাবাদী হলমালিকেরা। ‘আমরা হররকে আমাদের অন্যতম প্রধান টার্গেট ঘরানা হিসেবে দেখছি। যখন অন্য কিছু চলে না, তখন এটা কাজ করে,’ বলেন জর্জিয়ার স্যান্ডি স্প্রিংসের স্প্রিংস সিনেমা অ্যান্ড ট্যাপহাউসের মালিক ব্রান্ট গুলি।
‘ব্রিং হার ব্যাক’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হরর স ন ম
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক