মঙ্গল গ্রহের পৃষ্ঠের তথ্য অনুসন্ধানের সময় হিমবাহের সন্ধান পাওয়া গেছে বেশ আগেই। বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের প্রায় সব পাহাড়ের ঢালে ধুলায় আবৃত রয়েছে হিমবাহ। হিমবাহগুলোর ৮০ শতাংশের বেশি বরফের তৈরি। হিমবাহগুলোর সঠিক ধরন জানার জন্য নতুন করে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। নতুন এ গবেষণা মঙ্গল গ্রহে মানুষের অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গল গ্রহে থাকা হিমবাহগুলো ভবিষ্যতে পানি, অক্সিজেন ও রকেট জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎস হতে পারে। শুধু তা–ই নয়, বিশুদ্ধ বরফ থেকে পানি আহরণ করা বেশি শক্তি–সাশ্রয়ী হবে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থিত প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের এক সিনিয়র বিজ্ঞানী ও কানাডার টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আর্থ ও স্পেস সায়েন্সের সহযোগী অধ্যাপক আইজ্যাক স্মিথ জানিয়েছেন, মঙ্গল গ্রহে থাকা হিমবাহগুলোয় অভিন্নতা দেখা যাচ্ছে। এ থেকে ইঙ্গিত মিলছে, আগে মঙ্গল গ্রহে একক কোনো হিমবাহের উপস্থিতি ছিল।

নতুন গবেষণা অনুসারে, বরফের হিমবাহ মঙ্গল গ্রহের ধ্বংসাবশেষের একটি পাতলা স্তরের নিচে সংরক্ষিত রয়েছে। গ্রহের কঠোর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে এই হিমবাহ। বিজ্ঞানীরা হিমবাহ সম্পর্কে জানতে নাসার মার্স রিকনেসাঁ অরবিটারের শ্যারাড নামের একটি যন্ত্র ব্যবহার করেছেন। রাডার তরঙ্গের গতি বা ক্ষতি পরিমাপ করে হিমবাহের মধ্যে বরফের অনুপাত নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা।

ইসরায়েলের রেহোভটের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গ্রহ বিজ্ঞানের অধ্যাপক বিজ্ঞানী ওডেড আহারনসন বলেন, ‘আমরা হিমবাহের বিশুদ্ধতার ক্ষেত্রে একটি আশ্চর্যজনক ধারাবাহিকতা খুঁজে পেয়েছি। আমরা যেসব স্থান পর্যবেক্ষণ করেছি, সেখানে তুলনামূলকভাবে বিশুদ্ধ বরফের উপস্থিতি আছে। সম্ভবত ৮০ শতাংশ বা তার বেশি বরফ, পাথর বা ধুলার আবরণের নিচে হিমবাহ আছে। ভবিষ্যতে যদি মানবজাতি চেষ্টা করে, তাহলে এসব হিমবাহ একটি সম্পদ হতে পারে। এসব হিমবাহ বায়ুমণ্ডলীয় বৃষ্টির মাধ্যমে তৈরি হতে পারে। আবার তুষারের ফলে হিমবাহ গঠিত হতে পারে। আবার সরাসরি ঘনীভবনের মাধ্যমে তৈরি হতে পারে।’

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ মব হ র গ রহ র বরফ র

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ