মঙ্গল গ্রহে থাকা হিমবাহগুলোর ধরন জানতে গবেষণা
Published: 4th, August 2025 GMT
মঙ্গল গ্রহের পৃষ্ঠের তথ্য অনুসন্ধানের সময় হিমবাহের সন্ধান পাওয়া গেছে বেশ আগেই। বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের প্রায় সব পাহাড়ের ঢালে ধুলায় আবৃত রয়েছে হিমবাহ। হিমবাহগুলোর ৮০ শতাংশের বেশি বরফের তৈরি। হিমবাহগুলোর সঠিক ধরন জানার জন্য নতুন করে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। নতুন এ গবেষণা মঙ্গল গ্রহে মানুষের অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মঙ্গল গ্রহে থাকা হিমবাহগুলো ভবিষ্যতে পানি, অক্সিজেন ও রকেট জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎস হতে পারে। শুধু তা–ই নয়, বিশুদ্ধ বরফ থেকে পানি আহরণ করা বেশি শক্তি–সাশ্রয়ী হবে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থিত প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের এক সিনিয়র বিজ্ঞানী ও কানাডার টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আর্থ ও স্পেস সায়েন্সের সহযোগী অধ্যাপক আইজ্যাক স্মিথ জানিয়েছেন, মঙ্গল গ্রহে থাকা হিমবাহগুলোয় অভিন্নতা দেখা যাচ্ছে। এ থেকে ইঙ্গিত মিলছে, আগে মঙ্গল গ্রহে একক কোনো হিমবাহের উপস্থিতি ছিল।
নতুন গবেষণা অনুসারে, বরফের হিমবাহ মঙ্গল গ্রহের ধ্বংসাবশেষের একটি পাতলা স্তরের নিচে সংরক্ষিত রয়েছে। গ্রহের কঠোর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে এই হিমবাহ। বিজ্ঞানীরা হিমবাহ সম্পর্কে জানতে নাসার মার্স রিকনেসাঁ অরবিটারের শ্যারাড নামের একটি যন্ত্র ব্যবহার করেছেন। রাডার তরঙ্গের গতি বা ক্ষতি পরিমাপ করে হিমবাহের মধ্যে বরফের অনুপাত নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা।
ইসরায়েলের রেহোভটের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গ্রহ বিজ্ঞানের অধ্যাপক বিজ্ঞানী ওডেড আহারনসন বলেন, ‘আমরা হিমবাহের বিশুদ্ধতার ক্ষেত্রে একটি আশ্চর্যজনক ধারাবাহিকতা খুঁজে পেয়েছি। আমরা যেসব স্থান পর্যবেক্ষণ করেছি, সেখানে তুলনামূলকভাবে বিশুদ্ধ বরফের উপস্থিতি আছে। সম্ভবত ৮০ শতাংশ বা তার বেশি বরফ, পাথর বা ধুলার আবরণের নিচে হিমবাহ আছে। ভবিষ্যতে যদি মানবজাতি চেষ্টা করে, তাহলে এসব হিমবাহ একটি সম্পদ হতে পারে। এসব হিমবাহ বায়ুমণ্ডলীয় বৃষ্টির মাধ্যমে তৈরি হতে পারে। আবার তুষারের ফলে হিমবাহ গঠিত হতে পারে। আবার সরাসরি ঘনীভবনের মাধ্যমে তৈরি হতে পারে।’
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ মব হ র গ রহ র বরফ র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।”
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে, লক্ষাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “যদি নির্বাচনের ঘোষণা আসে, তাহলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।”
তিনি বলেন, “আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়। আরো বক্তব্য রাখেন—বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক,মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের নেতা আব্দুর রাজী, ছাত্রদলের নেতা শামীম আখন্দ প্রমুখ।
ঢাকা/রায়হান/রফিক