সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ ভালো কোনো পদক্ষেপ দেখেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ এখন নাকি কিছুই (ভালো) দেখেন না। দেখতে হলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। আর যদি দেখতে না চাই, তাহলে দেখা যাবে না।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭০ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। অনেকেই আমার ছাত্র। বর্তমান গভর্নরও আমার ছাত্র। আমাদের অনেক ভুল–ত্রুটি আছে। তবে ভালো দিকগুলো উৎসাহিত করলে ভালো লাগে।’

আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা কেবল গ্লাসের খালি অংশটা না দেখে যে অর্ধেকটা ভরা আছে, সেটাও দেখুন। আমরা নাকি ফ্যাসিস্টের পথে চলে যাচ্ছি। সমালোচনা গঠনমূলক হলে ভালো হয়; মনের মাধুরী মিশিয়ে লিখলে তা আবার ঠিক হয় না। হ্যাঁ, আমাদের ভুল আছে, আমরা সাধু (সেইন্ট) নই।’

চলতি অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমসংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এ সেমিনার আয়োজন করে এনবিআর। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

আবদুর রহমান খান বলেন, ‘মৌলিক নীতি পরিবর্তনের বিষয়গুলো আজ তুলে ধরা হয়েছে। কাস্টমে অনেক ফাঁকি আছে। এসব খতিয়ে দেখা আমাদের দায়িত্ব। আমাদের অনেক দুর্বলতা আছে। আইন করে রাজস্ব বাড়ানো যাবে না, যদি এসবের বাস্তবায়ন না থাকে।’

কর ফাঁকির উদাহরণ দিয়ে আবদুর রহমান খান বলেন, ‘গতবার সিগারেটে আমরা কর বাড়ালেও রাজস্ব আদায় বাড়েনি। অনেকেই বিদেশি সিগারেট খান। কিন্ত এসব বৈধভাবে আসে না।’

রাজস্ব ঘাটতি নিয়ে আবদুর রহমান খান বলেন, ‘সব সময় বাজেটে এনবিআরকে উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া হয়। লক্ষ্যমাত্রা বড় না হলে বেশি দূরে যাওয়া যায় না। এবার আমরা লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চেষ্টা করব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন আহম দ আবদ র রহম ন খ ন এনব আর আম দ র

এছাড়াও পড়ুন:

‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে জিসান-রাব্বী-তোফায়েল

দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিযোগিতার জন‌্য সোমবার ১৬ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন‌্য অধিনায়ক করা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। এই দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, হাসান মাহমুদ। সবশেষ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন দুই ক্রিকেটার।

এছাড়া তরুণ ক্রিকেটারদের মধ‌্যে জিসান আলম, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, মুশফিক হাসান ও রিপন মন্ডলকেও রাখা হয়েছে।  

বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে। এই সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে পাকিস্তান শাহীনস (‘এ’ দল) ও নেপালের ‘এ’ দল। এছাড়া থাকবে অস্ট্রেলিয়ার পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ‌্যাডিলেড স্ট্রাইকার্স।

৯ আগস্ট বাংলাদেশ দল ডারউইনে পৌঁছবে। ১৪ আগস্ট বাংলাদেশের প্রথম ম‌্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট খেলবে নেপালের বিপক্ষে। ১৭, ১৯, ২১, ২৩ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ‌্যাডিলেড স্ট্রাইকার্স। প্রতিটি ম‌্যাচ হবে ডারউইনে।

২৪ আগস্ট একই দিনে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম‌্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ম‌্যাচটি অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিসান আলম, মাহিদুল ইসলাম ভূইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ