সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার
Published: 4th, August 2025 GMT
সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম নাঈম আহম্মেদ পলাশ (২৫)। সে নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি মেল্লাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচং থানার উত্তর গ্রামের পূর্বপাড়ায় থাকেন।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকরাম উজ্জামান জানান, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা 'তিশা' নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।
এ সময় সি-৩ সিটে বসা এক যুবক গাড়ি থেকে কৌশলে নামার চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় সন্দেহ হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে নাঈম আহম্মেদ পলাশ তার প্যান্টের ডান পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
জুমে যুক্ত হচ্ছে এআই অ্যাভাটার, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। এই সুবিধা চালু হলে অনলাইন বৈঠকের সময় অংশগ্রহণকারীরা নিজেদের চেহারার বদলে এআই অ্যাভাটার অন্যদের দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে। জুম জানিয়েছে, ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের ‘ফটো রিয়েলিস্টিক’ বা বাস্তবসম্মত এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন। ফলে ক্যামেরার সামনে হাজির হওয়ার মতো প্রস্তুতি না থাকলেও মিটিংয়ে স্বচ্ছন্দে অংশ নেওয়া যাবে।
জুমের তথ্যমতে, ডিসেম্বর থেকে এআই অ্যাভাটার ব্যবহারের সুযোগ পাবেন ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা। এআই অ্যাভাটার তৈরির জন্য ব্যবহারকারীদের নিজের একটি ছবি তুলে আপলোড করতে হবে। সেই ছবির ভিত্তিতে এআই অ্যাভাটার তৈরি করে দেবে জুম। এই অ্যাভাটারকে ব্যবহারকারী ইচ্ছেমতো পোশাকে সাজাতে পারবেন। বৈঠক চলাকালে অ্যাভাটারটি ব্যবহারকারীর নড়াচড়া ও মুখভঙ্গি অনুকরণ করবে। দেখে মনে হবে যেন সেই ব্যক্তিই কথা বলছেন।
এআই অ্যাভাটারের নিরাপত্তার বিষয়ে জুম জানিয়েছে, কেউ যাতে অন্য কারও রূপ নিয়ে বৈঠকে প্রবেশ করতে না পারেন, সে জন্য চালু করা হবে ‘লাইভ ক্যামেরা অথেনটিকেশন’ নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি বৈঠক চলাকালে পর্দায় আলাদা একটি নোটিশ দেখা যাবে, যা জানাবে সংশ্লিষ্ট ব্যক্তি অ্যাভাটার ব্যবহার করছেন। তবে এই নিরাপত্তাব্যবস্থা এখনো উন্নয়নের পর্যায়ে আছে। ফলে চালুর আগে নিয়মকানুনে কিছু পরিবর্তন আসতে পারে।
গত জুনে এক সাক্ষাৎকারে জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রত্যেকের একটি করে ‘ডিজিটাল টুইন’ বা ভার্চ্যুয়াল প্রতিরূপ থাকবে। সেই ডিজিটাল টুইন মালিকের হয়ে মিটিংয়ে যোগ দেবে বা ই–মেইলের উত্তর দেবে। জুম এখনো সেই ধাপে পৌঁছায়নি, তবে সে দিকেই অগ্রসর হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ