আইনজীবী সমিতির নির্বাচন : আদালত দলবদ্ধভাবে ভোট চাইছেন হুমায়ুন-আনোয়ার প্যানেল
Published: 19th, August 2025 GMT
প্রচার-প্রচারণায় জমে উঠেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। অনেকদিন পরে স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারায় প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের পরিবেশ সৃষ্টি হওয়ায় ভোটাররাও খুশি। তিনটি প্যানেলের প্রচারণায় সারাক্ষণ মুখর থাকছে নারায়ণগঞ্জের আদালতপাড়া।
নির্বাচনী প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছে বিএনপি সমর্থিত এবং আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেল। এই প্যানেলের প্রার্থীরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। দলবদ্ধভাবে মিছিল করেও ভোট চাইছেন তারা।
হুমায়ূন-আনোয়ার প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির সিনিয়র সকল আইনজীবীগন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র সকল আইনজীবী নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন এবং হুমায়ুন-আনোয়ার প্যানেলের জন্য ভোট প্রার্থনা করছেন।
প্রতিদিনের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে সোমবার ১৮ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় মিছিল করে ভোট চেয়েছেন হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার্থীরা এ সময় আদালত পাড়ায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন প্যানেলের প্রার্থী এবং ভোটাররা। প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে মিছিলটি আদালত পাড়ায় প্রদক্ষিণ করে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব
এছাড়াও পড়ুন:
বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে আপনাদের কি কি সমস্যা ও অভিযোগ গুলো রয়েছে সেগুলা শোনার জন্য এবং দেশ ও বিএনপিকে নিয়ে আপনাদের কি চিন্তাভাবনা সেগুলো জানার জন্য।
আগামীতে বাংলাদেশ কেমন হবে সেটা নিয়েও আপনাদের চিন্তাভাবনা কি সেই চিন্তা ভাবনাগুলো আমরা লিপিবদ্ধ করে আপনাদের এই বক্তব্যগুলো আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে উপস্থাপন করব। আজ যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সেগুলো আমরা সমাধান করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়েবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতে “কৃষকের উৎপাদন ও বিপনন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা”নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, আমরা এমন একজন নেতার দল করে যার সাথে এই কৃষকদের নিবিড় সম্পর্ক ছিল। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ পেলাম যে কৃষকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতটুকু ভালবাসে। কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই। সেটা কিন্তু আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে এখানে ফুটে উঠেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো বিএনপি আমাদের জিয়াউর রহমান সাহেবের গড়া। যেটা নেতৃত্বে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেব কিন্তু আপনাদেরকে নিয়ে চিন্তা করে সে চিন্তার কারণেই কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা মানুষের জন্য কি করব সেটার ৩১ দফা কিন্তু এখানে আছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদেরকে ফরমার্স কার্ড দেওয়া হবে। সে কার্ডটা কেমন হবে সেই কারডে কৃষকের নাম লেখা াকবে , জমির পরিমাণ, দাগ নম্বরসহ অনেক কিছু থাকবে। লোন নিতে গিয়ে এখন কৃষকদের ভোগান্তির মুখে পড়তে হয়।
কৃষকের ঋণ দরকার হলে তথ্যের জন্য কৃষি ব্যাংক সেখানে এক্সেস করতে পারবে। কোনো দালালের দরকার হবে না। দেশের কৃষক সমাজ আজ অবহেলিত। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময়েও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।