ভারী বৃষ্টিপাতের পর কাশ্মীর অঞ্চলের নদীগুলোর উপর নির্মিত প্রধান বাঁধগুলোর সব দরজা খুলে দিয়েছে ভারত। প্রতিবেশী পাকিস্তানকে ভাটির দিকে বন্যার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দেওয়ার পর বাঁধগুলো খুলে দেওয়া হয়েছিল বলে বুধবার একটি ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে।

পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ সতর্কতা পেয়েছে এবং পরবর্তীতে ভারত থেকে দেশে প্রবাহিত তিনটি নদীতে বন্যার সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র মৌসুমি বৃষ্টিপাত এবং বন্যা হয়েছে ভারত ও পাকিস্তান। 

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশ ভারী বৃষ্টিপাত এবং ভারত বাঁধগুলো থেকে যে অতিরিক্ত পানি ছেড়ে দিচ্ছে তার সংমিশ্রণের কারণে পাকিস্তান বন্যার ‘অতিরিক্ত উচ্চ’ ঝুঁকির সম্মুখীন। পাকিস্তানি পাঞ্জাব দেশের খাদ্যের ঝুড়ি হিসেবে কাজ করে এবং এর ২৪ কোটি মানুষের অর্ধেকের আবাসস্থল।

একটি ভারতীয় সূত্র জানিয়েছে, প্রায় দুই লাখ কিউসেক পানি ছাড়ার সম্ভাবনা রয়েছে। এক কিউসেক হল প্রতি সেকেন্ডে এক ঘনফুট বা ২৮ ঘন লিটারের সমান আয়তন। ভারতের পানি ছাড়ার ঘটনাটি একবারের জন্য হবে নাকি পর্যায়ক্রমে করা হবে তা স্পষ্ট নয়।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মঙ্গলবার সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, ভারত আগামী দিনে নিয়ন্ত্রিত পরিমাণে পানি ছাড়বে। নয়াদিল্লি রবিবার থেকে দুটি পূর্ববর্তী বন্যার সতর্কতা জারি করেছে।

বেশ কয়েকটি নদী ভারত হয়ে পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয়েছে। এর ফলে ভারত নিয়মিতভাবে তার বাঁধগুলো অতিরিক্ত পূর্ণ হয়ে গেলে পানি ছেড়ে দেয়। এই অতিরিক্ত পানি পাকিস্তানে প্রবাহিত হয়।

বুধবার পাকিস্তানি কর্তৃপক্ষ পাঞ্জাব প্রদেশের প্লাবিত এলাকা থেকে মানুষদের উদ্ধারে এবং ত্রাণ ও সরিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য সেনাবাহিনীকে তলব করেছে। শুক্রবার বন্যার কারণে পাকিস্তান বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।

বন্যার কারণে পাকিস্তানের পাঞ্জাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা এখন ৮০২ জনে দাঁড়িয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র সতর ক বন য র

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ