আদালত থেকে পালালো আসামি, ঝোপ থেকে ধরে আনল জনতা
Published: 28th, August 2025 GMT
গাজীপুর আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান এক আসামি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দৌড়ে পাশের এক ঝোপে তিনি লুকালে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেন। তিনি ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই আসামির নাম মো. লালচান (৩৫)। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি খন্দকার পাড়া এলাকার বদরুদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালচানকে হাজিরার জন্য গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে আনা হয়। কোর্টে তোলার সময় তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা জানতে পেরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আদালত পাড়ায় পরিত্যক্ত ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। এরপর জনতা ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘‘আসামি লালচান কোর্টে তোলা হলে কৌশলে হাতকড়া খুলে ছুটে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকরাও করে কারাগারে পাঠানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘লালচান কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি। আজ তার আদালতে হাজিরা ছিল।
ঢাকা/রেজাউল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন