আদালত থেকে পালালো আসামি, ঝোপ থেকে ধরে আনল জনতা
Published: 28th, August 2025 GMT
গাজীপুর আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান এক আসামি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দৌড়ে পাশের এক ঝোপে তিনি লুকালে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেন। তিনি ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই আসামির নাম মো. লালচান (৩৫)। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি খন্দকার পাড়া এলাকার বদরুদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালচানকে হাজিরার জন্য গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে আনা হয়। কোর্টে তোলার সময় তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা জানতে পেরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আদালত পাড়ায় পরিত্যক্ত ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। এরপর জনতা ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘‘আসামি লালচান কোর্টে তোলা হলে কৌশলে হাতকড়া খুলে ছুটে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকরাও করে কারাগারে পাঠানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘লালচান কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি। আজ তার আদালতে হাজিরা ছিল।
ঢাকা/রেজাউল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।