রাজশাহী-বগুড়া-সিলেটে এনসিএল টি-টোয়েন্টি
Published: 4th, September 2025 GMT
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরের সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ৩ অক্টোবর। খেলা হবে রাজশাহী, বগুড়া ও সিলেটে। ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ঘোষণা ক্রিকেট বোর্ড আগেই দিয়েছিল। অবকাঠামো ঠিক থাকলেও নানা কারণে রাজশাহী ও বগুড়াতে খেলার আয়োজন করা হতো না। প্রথম শ্রেণির ক্রিকেট হলেও সীমিত পরিসরের আসর উপেক্ষিত থাকতো।
এবার আমিনুল ইসলামের বোর্ড দর্শক চাহিদা ও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা চিন্তা করে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি রাজশাহী ও বগুড়াতে আয়োজন করবে।
আরো পড়ুন:
‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি: টুর্নামেন্ট সেরা রনি
রাজশাহীতে উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ। ২৮ সেপ্টেম্বর প্রথম পর্বের খেলা শেষ হবে।
পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ হবে ৩০ তারিখ দুপুর সাড়ে ১২টায়। একই দিন শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে বিকেল ৫টায়। পরে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ অক্টোবর বিকেল ৫টায়।
ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৩ অক্টোবর বিকেল ৫টায়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।