বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে মাঠে নেমেছিল ইউরোপের চার বড় দল—স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এই চার পরাশক্তির মধ্যে জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদের মধ্যে নেদারল্যান্ডস ড্র করলেও অঘটনের শিকার হয়েছে জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।অঘটনের শিকার জার্মানি

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো জার্মানি। ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে জার্মানরা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে এগিয়ে যায় স্লোভাকিয়া। নিজ অর্ধ থেকে দৌড়ে উঠে ডেভিড স্ট্রেলেকের সঙ্গে ওয়ান-টু খেলে গোল করেন স্লোভাকিয়ার ডেভিড হ্যানকো।

বিরতির পরপরই ব্যবধান বাড়ান মিডলসব্রোর ফরোয়ার্ড স্ট্রেলেক। আন্তোনিও রুদিগারকে দারুণভাবে পরাস্ত করে বাঁকানো শটে বল জড়ান জালে স্লোভাকিয়ার এই খেলোয়াড়। দুই অর্ধে করা এই দুই গোলেই নিশ্চিত হয় জার্মানির হার। এটি বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির মাত্র চতুর্থ হার! এর আগে ১৯৮৫ সালে পর্তুগালের কাছে, ২০১১ সালে ইংল্যান্ডের কাছে এবং নর্থ মেসিডোনিয়ার কাছে ২০২১ সালে হারের শিকার হয়েছিল জার্মানরা। পাশাপাশি এই নিজেদের বিশ্বকাপ বাছাইয়ে খেলার ৯১ বছরের ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে ফিরল জার্মানি।

গ্রুপ ‘এ’ থেকে অন্য ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ড। আগামী রোববার তারা মুখোমুখি হবে জার্মানির।

বিশ্বকাপ বাছাইয়ে স্লোভাকিয়ার জয় উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই অঘটন র শ ক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ