চটকদারী বিজ্ঞাপন দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র, মূলহোতাসহ গ্রেপ্তার ৩
Published: 7th, September 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে চটকদারী বিজ্ঞাপন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সহ তিনজন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার সকালে তাদের কে নিলফামারি থেকে কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে নগদ তিন লাখ টাকা,বিপুল পরিমান জাল ভিসা, বিমানের ১০ টি জাল টিকিট,চারটি চেক বই,বিভিন্ন মোবাইল কোম্পানীর ১৫ টি সিম কার্ড,২ টি ভিসা কার্ড,একটি ল্যাপটপ ও তিনটি খালি স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো প্রতারক চক্রেটির মূলহোতা নীলফামারী জেলার সদর থানার খোকশাবাড়ীর ডোলাপারার মোঃ আফতারুলের পুত্র মোহাম্মদ এনামুল হক ওরফে আব্দুস সাত্তার(৩৫) একই এলাকার মোঃ ছলেউদ্দিনের পুত্র মোঃ আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম(৩০) এবং মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ ইসলাম ওরফে পরাণ(২৯) কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে জন প্রতি ১২ লাখ টাকার বিনিময়ে ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার বিজ্ঞাপন প্রচার করে। এতে ভুক্তভোগী মোঃ আওলাদ হোসেন সহ অপর চারজন অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে সম্মত্তি প্রকাশ করে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে।
পরবর্তীতে প্রতারিত চারজন তাদের কে বিভিন্ন ব্যাংকের একাউন্টের মাধ্যমে প্রতারক চক্রকে ৩৮ লাখ প্রদান করে। এক পর্যায়ে প্রতারক চক্রটি প্রতারিত ভুক্তভোগী চারজনের সাথেই যোগাযোগ বন্ধ করে দেয় ।
এতে করে প্রতারিতদের মধ্যে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল আমলী ২ নং আদলাতে মামলার জন্য আবেদন করেন।
আদালত ফতুল্লা মডেল থানাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করলে ফতুল্লা মডেল থানা পুলিশ আবেদনটি মামলা হিসেবে রেকর্ড করেন।
মামলা দায়েরর পর মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্ল মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে চিন্থিত করে অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোর সকালের দিকে নীলফামারীস্থ নিজ বাড়ী থেকে এজাহার নামীয় আসামী মোঃ এনামুল হক ওরফে আব্দুল সাত্তার, মোঃ আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম এবং তদন্ত স্বাপেক্ষে প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ ইসলাম ওরফে পরাণ কে গ্রেফতার করে।
এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ,বিপুল পরিমান জাল ভিসা, বিমানের ১০ টি জাল টিকিট,চারটি চেক বই,বিভিন্ন মোবাইল কোম্পানীর ১৫ টি সিম কার্ড,২ টি ভিসা কার্ড সহ নগদ তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,আদালতের নির্দেশে আগস্ট মাসের ২৬ তারিখে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু হয়।মামলার পর তদন্তে করে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রতারকচক্রের অবস্থান নিশ্চিত হয়ে নীলফামারী থেকে রোববার প্রতারক চক্রটির মূল হোতা সহ তিনজকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমান জাল ভিসা, জাল বিমানের টিকটি,একটি ল্যাপটপ,নগদ অর্থ, সিম কার্ড, সাদা খালি স্ট্যাম্প উদ্ধার করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ম ওরফ তদন ত
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স