না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
Published: 18th, September 2025 GMT
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ রকল প
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সোনারগাঁয়ে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে রাসূল (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় সিরাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর আর তাওয়ামা আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করে শায়খ আবু তাওয়ামা সংসদ।
শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আমিনিয়া মাদ্রাসা সোনারগাঁয়ের মুহতামিম ও মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মহিউদ্দিন খান।
এ সময় সোনারগাঁয়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন,“রাসূল (সা.) এর জীবন হলো মানবজাতির জন্য পরিপূর্ণ দিকনির্দেশনা। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ আমাদের জন্য পথপ্রদর্শক। আজকের সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভাজন দূর করতে হলে রাসূল (সা.) এর জীবনাদর্শকে অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“নবী করীম (সা.) ছিলেন একজন পরিপূর্ণ নেতা, ন্যায়বিচারক ও সমাজ সংস্কারক। তাঁর শিক্ষাকে কাজে লাগাতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও দুর্নীতি দূর করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট (মিনার প্রতীকে) মনোনীত এমপি প্রার্থী নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁ) মাওলানা আব্দুদ দাইয়ান, জাতীয় যুবশক্তির(এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী তুহিন মাহমুদ।
এই সময় মুহতামিম হাবিবপুর মাদ্রাসা মাওলানা কামাল হোসেন,খতিব চিলার বাগ জামে মসজিদ মাওলানা মুফতি মোশারফ হোসেন,মুহতামিম ভাটি বন্দর মাদ্রাসা মাওলানা মোহাম্মাদুল্লাহ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, বিজয় নবধনি সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক সহ সোনারগাঁয়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে রাসূল (সা.) এর আদর্শে উদ্বুদ্ধ করা হবে এবং ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা হবে।