দক্ষিণি সিনেমার বাজারে নতুন ঝড় তুলেছে পবন কল্যাণ অভিনীত ছবি ‘দে কল হিম ওজি’। মুক্তির আগেই ছবিটি দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান প্রমাণ করেছে—পবনের ভক্তরা দীর্ঘদিন ধরেই এ ছবির জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। মুক্তির দিন থেকেই ছবিটি একের পর এক রেকর্ড গড়ছে। বিশেষ করে প্রিমিয়ার ডের আয় দিয়ে ছবিটি আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

অগ্রিম বুকিং থেকেই রেকর্ড
মুক্তির আগে থেকেই ‘ওজি’ আলোচনায় ছিল। সারা বিশ্বে অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১১ কোটি টাকা। শুধু ভারতের বাজারেই মুক্তির আগের দিন রাত পর্যন্ত প্রিমিয়ার শোর অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা, যা দক্ষিণি সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক।

‘ওজি’ সিনেমায় পবন কল্যাণ। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ