পুলিশের পোশাক পরে ছিনতাই-চাঁদা তোলেন চাকরিচ্যুত কনস্টেবল হাকিম
Published: 14th, January 2025 GMT
পুলিশ পরিচয়ে বাহিনীর পোশাক পরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য হাকিম উদ্দিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন হলেন- মো. শহিদ ও আল আমিন মাতুব্বর। সোমবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, চৌধুরীপাড়ার ৩৬ নম্বর ওয়ার্ড এলাকার ৩৮/২ নম্বর বাসার সামনে মোটরসাইকেলে গিয়ে পুলিশ পরিচয়ে ছিনতাই করছিলেন তিন ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম পুলিশকে জানান, তিনি ২০২২ সালে চাকরিচ্যুত হন। এরপর তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত