কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মহসিন যুবদল নেতা নয় বলে দাবি করছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।

জেলা যুবদলের সদস্য সচিব বলেন, ‘‘অভিযুক্ত নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের মো.

মহসিন বিগত ৫ আগস্টের আগে স্থানীয় বাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলামের অনুসারী ছিলেন। তিনি আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে প্রমাণ রয়েছে। মিডিয়ায় তাকে যুবদল নেতা বলা একেবারে দুঃখজনক। যা সঠিক নয়।’’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরো পড়ুন:

শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড 

কুমিল্লায় যুবদল নেতার নেতৃত্বে ২ নারীকে দলবদ্ধ ধর্ষণ 

তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে নাঙ্গলকোটের বাড্ডা ইউনিয়নের যুবদলের কোনো কমিটি নেই, তাহলে তিনি যুবদলের নেতা হলেন কীভাবে? এটি আমরা সবার কাছে প্রশ্ন রাখলাম। একটি পক্ষ যুবদলের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। একইসঙ্গে ধর্ষণকারী যে হোক না কেন, তিনি একজন অপরাধী, তার বিচারের দাবি জানাচ্ছি। ধর্ষণকারী কখনো কোনো দলের হতে পারে না।’’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, মো. শাহ আলম, সাইফুল ইসলাম, মাসুদ হাসান টিপু, তুষার পাল, কামাল হোসেন, সোহেক রানাসহ প্রমুখ

আরো পড়ুন: কুমিল্লায় যুবদল নেতার নেতৃত্বে ২ নারীকে দলবদ্ধ ধর্ষণ 

নাঙ্গলকোটে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলা নামক স্থানে স মিলে দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ধর্ষিতা এক নারী বাদী হয়ে সাতজনের নামে এবং অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত কবির হোসেনকে আটক করেছে পুলিশ। 

ঢাকা/রুবেল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ য বদল ন ত ন ঙ গলক ট য বদল র

এছাড়াও পড়ুন:

এক বানরের কাণ্ডে অন্ধকার পুরো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের ‘হানায়’ পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছিল। গতকাল রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।’

সম্পর্কিত নিবন্ধ