এ সময়ের চিত্রনায়ক কায়েস আরজুর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এরই মধ্যে নতুন সিনেমায় নাম লেখালেন তিনি। ‘আজিরন’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন গীতালি হাসান। এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার প্রিয় মুখ সুমাইয়া অর্পা।
আশাবাদ ব্যক্ত করে কায়েস আরজু বলেন, “ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে। আমি সবসময়ই ব্যতিক্রম ধাঁচের গল্পে কাজ করতে পছন্দ করি। এটি তেমনই এক গল্প। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।”
জিএস প্রোডাকশনের ব্যানারে রাশেদ রেহমানের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করছেন নির্মাতা নিজেই। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রায়নের কাজ চলবে। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে সিলেটে।
আরো পড়ুন:
ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’
সার্টিফিকেশন বোর্ডে ঝুলছে ‘দ্য রিমান্ড’!
কায়েস আরজু ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোলাম কিবরিয়া তানভীর, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু), আদিত্য, আনন্দ প্রমুখ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন, ইমরান, কণা, আনিসা, ফজলুর রহমান বাবু ও শুভ খান।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা