Samakal:
2025-08-01@09:17:29 GMT

সুশাসনে নাহি ছাড়

Published: 19th, January 2025 GMT

সুশাসনে নাহি ছাড়

বেসরকারি সাতটি বিশ্ববিদ্যালয় দখল ও ‘ফোকলা’ করিবার যেই অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠিয়াছে, উহা উদ্বেগজনক হইলেও বিস্ময়কর নহে। রবিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিগত সরকারের আমলে রাষ্ট্রপতি ও আচার্যের ক্ষমতাবলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পূর্বেকার ট্রাস্টি বোর্ড ভাঙিয়া তথায় বসানো হয় রাজনৈতিক প্রভাবশালীদের। পেশিশক্তি ব্যবহার করিয়া আরও অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ঢুকিয়া কয়েক শত কোটি টাকা লুটিয়াছেন তাহারা। আমরা জানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আয়ের সম্পূর্ণ অংশই আসে শিক্ষার্থীদের বেতন-ফি হইতে। বিগত আমলে নিয়মনীতির তোয়াক্কা না করিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের উপর বর্ধিত বেতন ও ফি চাপানো হইয়াছে একাধিকবার। ঐরূপ পদক্ষেপের সহিত গোষ্ঠীগত স্বার্থের সংযোগ এখন স্পষ্ট হইল।

ইহাও স্পষ্ট, আলোচ্য দখলদারিত্বে সরাসরি ক্ষতির শিকার হইয়াছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। রাজনৈতিক বিবেচনায় গঠিত ট্রাস্টি বোর্ডসমূহের অধীনে নিয়োগপ্রাপ্ত মানহীন শিক্ষকদের কারণে প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মানের অবনমনও নিশ্চয় ঘটিয়াছে। এমনকি তৎকালে কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার নামে সনদ বিক্রয়ের যেই সকল অভিযোগ উঠিয়াছিল, উহাও এইরূপ অনিয়মেরই ধারাবাহিকতা। মোদ্দা কথা, উচ্চশিক্ষা গ্রহণ করিতে আসিয়া উক্ত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা অনেকাংশে প্রতারণার শিকার। বলা বাহুল্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু সচ্ছল পরিবারের সন্তানই পড়ে না; অনেক অসচ্ছল পরিবারও সর্বস্ব বাজি রাখিয়া সন্তান ভর্তি করাইয়া থাকেন। বেতন-ফি সংগ্রহ করিতে ক্ষেত্রবিশেষে উচ্চ সুদে ঋণ এবং জমিজমা বিক্রয়ের দৃষ্টান্ত বিরল নহে। এইরূপ অর্থ কাহাদের ভোগে যাইতেছিল, আলোচ্য প্রতিবেদনে উহার খণ্ডচিত্র উঠিয়া আসিয়াছে।  

বিগত আমলে বিশ্ববিদ্যালয় দখলের ঘটনা একদিক হইতে অবশ্য অস্বাভাবিক কিছু নহে। যেইখানে দুর্নীতি-অনিয়মই ছিল অধিকাংশ ক্ষেত্রে নিয়ম; প্রশাসনসহ সর্বত্র ছিল ক্ষমতাসীনদের প্রত্যক্ষ-পরোক্ষ মদতে দলীয়করণের জয়জয়কার, সেইখানে বিশ্ববিদ্যালয় ঐ সকল অপরাধ হইতে মুক্ত থাকিতে পারে না। তদুপরি বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ মাত্রই ছিল আঘাতযোগ্য, তাহাদের সম্পত্তিও ছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীর নিকট সহজলভ্য। আমরা দেখিয়াছি, ক্ষমতাসীন দলের সমর্থক নহে, এমন ব্যক্তি বা গোষ্ঠীমাত্রই তাহাদের মালিকানাধীন ব্যাংক-বীমা বা অন্য প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান সরকারি দলের দখলদারদের নিকট হারাইয়াছিল। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের সচেতন মহলের প্রতিবাদ-বিক্ষোভও এহেন দখলদারিত্ব ঠেকাইতে পারে নাই। 

আমরা জানি, একদিকে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা, অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অপ্রতুলতার কারণে নব্বই দশকের প্রথম ভাগে যখন দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি মিলে, উহার পর হইতেই উচ্চশিক্ষায় বেসরকারি খাত দ্রুত বিকশিত হয়। ক্ষেত্রবিশেষে কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় মানের দিক হইতে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়কেও ছাড়াইয়া যায়। ইহাও স্বীকার্য, নিয়ন্ত্রক সংস্থার উপযুক্ত নজরদারির অভাব এবং কর্তৃপক্ষের মুনাফাপ্রিয়তার কারণে বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত মান অর্জন করিতে পারে নাই। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খাতটির প্রতি সরকারের যথাযথ নজর প্রদান গুরুত্বপূর্ণ। 

প্রতিবেদন অনুসারে, ছাত্র-জনতার অভ্যুত্থানের ধাক্কায় শেখ হাসিনার পতনের পর হইতে উক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের দখলদাররাও লাপাত্তা। এই সুযোগে প্রতিষ্ঠানসমূহের মূল মালিকগণ কর্তৃত্ব বুঝিয়া লইতেছেন। আমাদের প্রত্যাশা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আইন মানিয়া প্রকৃত প্রতিষ্ঠাতাদের মাধ্যমে কার্যক্রম চালু রাখুক। পাশাপাশি আর্থিক দুর্নীতির বিষয়ও উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় সুরাহা হউক। এতৎসত্ত্বেও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সজাগ না থাকিলে মূল অংশীজনরূপে শিক্ষার্থীদের বঞ্চনা ঘুচিবে না। তাই সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করিবে বলিয়া আমরা বিশ্বাস করি। শুধু উহা নহে, ভবিষ্যতে যাহাতে এহেন দখলদারিত্বের পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়েও আইনিসহ উপযুক্ত পদক্ষেপ কাম্য।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ক সরক র র ব সরক র দখলদ র ক ষমত

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার